Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতার গাওয়া গানে উদ্দাম রোম্যান্স, রিকশাওয়ালা থেকে আশিক নিরহুয়া

Updated :  Tuesday, December 19, 2023 11:12 AM

দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবের জুটি যখনই একবার সিনেমার পর্দায় হাজির হয়, তখনই সবার মনে দোলা লাগে। নিরহুয়া ও আম্রপালির জুটি দর্শকদের বেশ পছন্দ হয় বরাবর। লোকেরা সব সময় তাদের জুটিকে একসাথে দেখার জন্য অপেক্ষা করে থাকে। এদিকে নিরহুয়া ও আম্রপালিকে নিয়ে চিত্রায়িত ‘লায়লা বালমুয়া হামকে কোরা’ গানটি আবারও ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে।

গানটিতে নিরহুয়া ও আম্রপালির জুটিও বেশ চোখে পড়ার মতো। গানটিতে দুজনের রসায়ন বেশ ভালো জমে উঠেছে বলা বাহুল্য। এই গানটি হিট ছবি ‘নিরহুয়া রিকশাওয়ালা ২’-এর। রিলিজ হওয়ার পর নিরহুয়ার ছবিটি সুপারহিট প্রমাণিত হয়েছিল। নিরহুয়া এবং আম্রপালি তাদের রোমান্টিক রসায়ন দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন আরও একবার। এই গানের ভিডিওতে নিরহুয়া ও আম্রপালির রোমান্স বরাবরের মতোই বহু হিট জুটিকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।

গানের ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী আম্রপালি দুবের স্বপ্নে হারিয়ে গেছেন নিরহুয়া। গানের শুরুতে নিরহুয়াকে রিকশা চালাতে দেখা যায়। নিরহুয়াকে রিকশা চালিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় ভিডিওর প্রথম দৃশ্যে। গানটির ভিডিওতে নিরহুয়াকে কখনো অভিনেত্রী আম্রপালীর সঙ্গে রোমান্স করতে দেখা যায়, কখনো রিকশায় ঘুরে বেড়াতে দেখা যায়।

গানটিতে অভিনেত্রীকে যথারীতি বেশ সুন্দর দেখাচ্ছে। আপনি এই ভিডিওটি দেখার পর যে উপভোগ করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। গানটির ভিডিও শ্যুট করা হয়েছে সেরা লোকেশনে। নিরহুয়া এবং আম্রপালির উপর চিত্রায়িত এই সুপারহিট গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব এবং মমতা রাউত। গানটির সংগীত পরিচালনা করেছেন রাজেশ-রজনীশ এবং গানের কথা লিখেছেন পিয়ারে লাল যাদব।