Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় কর্মীদের কাটা হবে না পেনশনের টাকা : অর্থমন্ত্রী

Updated :  Sunday, April 19, 2020 2:56 PM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার বলেছেন যে কেন্দ্রীয় কর্মীদের পেনশন কাটা হবে না। কেন্দ্র অর্থমন্ত্রকের টুইটে লেখা হয়েছে,” কেন্দ্রীয় কর্মীদের ২০% পেনশন কমানো হবে এরকম খবর বেরিয়েছে। এটা সম্পূর্ণ ভুল। কোনোরকম পেনশন কাটা হবে না। স্যালারি এবং পেনশন কোনো কিছু কাটা হবে না।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের এই টুইট শেয়ার করেছেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  সাধারণ মানুষকে অর্থনৈতিক সমস্যা থেকে দূরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় এক রিপোর্ট দ্রুত ছড়াতে শুরু করেছে, যেখানে বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের পেনশন থেকে ২০ শতাংশ কেটে নেবে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারি কর্মীদের পেনশন ও বেতনে কোনোরকম প্রভাব পড়বে না।

আরবিআই আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ৫০,০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কয়েকদিন আগে। পাশাপাশি রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাশ। তবে রেপো রেট একই রাখা হয়েছে। প্রসঙ্গত, প্রায় ৬৫ লক্ষ কেন্দ্রের পেনশনভোগী রয়েছেন।