বিসিসিআই ৮৭ বছরের মধ্যে প্রথমবার তাদের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি পরিচালনা করবে না। ১৯৩৪ সালে প্রথম শুরু হয়েছিল রনজি ট্রফি। ঘরোয়া এই ক্রিকেট প্রতিযোগিতায় বিভিন্ন শহর ও রাজ্য এই অংশগ্রহণ করে। সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টের ২০২০-২১ সংস্করণ রবিবার শেষ হওয়ার সাথে সাথে বিসিসিআই ঘরোয়া বাকি ক্রিকেট টুর্নামেন্টগুলির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড বিজয় হাজারে 50 ওভারের টুর্নামেন্ট, সিনিয়র মহিলা দের ওয়ান ডে এবং অনূর্ধ্ব-১৯ বিনয় মানকাড ট্রফি আয়োজন করতে যাচ্ছে।
রঞ্জি ট্রফি বাতিল হওয়ার পিছনে মূল কারন ঃ
এএনআই-এর খবর অনুযায়ী, বিসিসিআই সচিব জয় শাহ রাষ্ট্রীয় সংস্থাগুলিকে একটি চিঠি লিখেছেন এই বলে যে, “করোনাভাইরাস মহামারী এবং রাজ্য ক্রিকেট সংস্থার মতামতের উপর নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন আমরা ইতিমধ্যে অনেক সময় হারিয়েছি। রঞ্জি ট্রফি পরিচালনা কমপক্ষে ২ মাস সময় প্রয়োজন। সামনে আইপিএল ও ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ থাকায় সেই সময়টুকু বোর্ড দিতে পারবে না। তাই সব্ দিক মাথায় রেখেই ৫০ ওভারের ক্রিকেট আয়োজন করাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।“
তিনি আরও বলেন, “আমি আপনাদের এটা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা বিজয় হাজারে ট্রফির সাথে সিনিয়র মহিলাদের একদিনের টুর্নামেন্ট পরিচালনা করতে যাচ্ছি এবং বিনয় মানকাড ট্রফি অনূর্ধ্ব-১৯ এর সাথে অনুষ্ঠিত হতে চলেছে”। তবে তারিখগুলো এখনো নিশ্চিত করা হয়নি।
তিনি সদস্যদের জানান “৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরের প্রস্তুতি পুরোদমে চলছে এবং ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের পর তা ঘিরে অনেক উত্তেজনা রয়েছে, যেখানে আপনারা জানেন ভারতীয় দল অমন প্রতিকূল পরিস্থিতিতেও অলৌকিক ভাবে পারফর্ম করেছে।” রঞ্জি ট্রফি অনুষ্ঠিত না হওয়ার কারনে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সঙ্কটে পড়তে হবে। তবে সংবাদসূত্রে খবর ম্যাচ ফি এর পুরো টাকাই বিসিসিআই প্রদান করবে। রঞ্জি ট্রফি খেলে খেলোয়াড়রা প্রায় ৪৫ হাজার টাকা করে পেয়ে থাকেন।