টেক বার্তা

সবথেকে বড় ব্যাটারি নিয়ে লঞ্চ হচ্ছে নকিয়ার নতুন স্মার্টফোন, দাম কম, পাত্তা পাবে না আইফোন

Advertisement

প্রতিদিনই বাজারে কোনো না কোনো স্মার্টফোন লঞ্চ হয়। এর মধ্যে সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত কোম্পানি হচ্ছে নকিয়া। যদিও নকিয়া খুব কম স্মার্টফোন তৈরি করে কিন্তু যা তৈরি করা হয় তা চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে বিভিন্ন রিপোর্টে মাধ্যমে জানা গিয়েছে যে ফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি। যা রীতিমতো আইফোনকে টেক্কা দিতে পারে। নকিয়ার নতুন এই স্মার্টফোনের নাম হতে পারে নকিয়া ম্যাজিক ম্যাক্স।

নোকিয়া ম্যাজিক ম্যাক্সের স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, আপনি একটি ৬.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাবেন যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সাথে আসতে পারে। এর সাহায্যে আপনি ১৪৪০*৩২০০ পিক্সেল রেজোলিউশন দেখতে পাবেন। এর সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস দেওয়া যেতে পারে। এই ফোনে আপনি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেখতে পাবেন।

 

নকিয়া ম্যাজিক ম্যাক্স মোবাইলে স্টোরেজ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। কারণ এতে ১২ গিগাবাইট পর্যন্ত RAM থাকবে বলে আশা করা হচ্ছে এবং এর ইন্টারনাল স্টোরেজের কথা বলতে গেলে এতে আপনি ২৫৬ জিবি এবং ৫১২ জিবির দুটি অপশন দেখতে পাবেন। ১৪৪ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা যা ৩২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা সহ আসতে পারে। সেই সঙ্গে এতে ৬৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পাবেন।

এই ফোনে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি দেখা যাবে, যা হতে পারে ৬৯০০ এমএএইচ লি-পলিমার টাইপ নন-রিমুভেবল ব্যাটারি। সেই সঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ৬৫ ওয়াট কুইক ব্যাটারি চার্জিং সাপোর্টও দেওয়া যেতে পারে। এর দাম হতে পারে প্রায় ৩০ হাজার টাকা। অনুমান করা হচ্ছে যে এটি ২০২৪ সালের মধ্যে চালু করা যেতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Related Articles

Back to top button