টেক বার্তা

৬,৯৯৯ টাকায় বাড়িতে নিয়ে আসুন NOKIA কোম্পানির এই দুর্দান্ত ফোনটি, সবার থেকে সেরা

মোবাইল ফোনের বাজারে nokia অত্যন্ত বড় একটি নাম

Advertisement

বহু বছর নোকিয়ার কোন ফোন ভারতের মার্কেটে লঞ্চ করা হয়নি। কিন্তু তবুও এখনও নোকিয়া ভারতের বাজারে একটা জনপ্রিয় নাম হয়ে রয়েছে। নোকিয়ার আগে যে সমস্ত ফোন ভারতে পাওয়া যেত, সেগুলো ভালো বিক্রি হলেও বর্তমানে কোম্পানির টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোন রিলিজ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত নোকিয়ার সবকটি ফোন হিট না হলেও, সম্প্রতি এই কোম্পানিটি খবরের শিরোনামে রয়েছে তার একটি নতুন স্মার্টফোনের জন্য, যার দাম হতে চলেছে মাত্র সাত হাজার টাকা। নোকিয়া তাদের সবথেকে সস্তা স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি নোকিয়া কোম্পানিটি মাত্র ৭ হাজার টাকায় এই স্মার্টফোনটা নিয়ে আসলেও, ফোনের স্পেসিফিকেশন কিন্তু ভালই হবে।

নোকিয়া কোম্পানি ভারতীয় স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে চলেছে নতুন করে। এই কোম্পানিটি অন্যান্য কোম্পানির তুলনায় ভালো কোয়ালিটির স্মার্টফোন তৈরি করতে পারে। একটা সময়ে ভারতের মোবাইল ফোনের বাজারের অবিসংবাদিত রাজা ছিল নোকিয়া। কিন্তু পরবর্তীকালে কিছু ভুল সিদ্ধান্তের জন্য তারা স্মার্টফোন মার্কেটে প্রবেশ করতে পারেনি। সেই জায়গাটা নোকিয়ার হাত থেকে চলে গিয়েছে। কিন্তু এখন আবার নতুন করে এই কোম্পানিটি বাজারে ফিরে আসতে চাইছে। এর কারণেই নোকিয়া এমন মার্কেটকে টার্গেট করতে চলেছে, যারা খুব কম দামের মধ্যে ফোন কিনতে চান। যারা যাচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে একটি নতুন nokia স্মার্ট ফোন লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে নোকিয়া c12 pro। এই স্মার্টফোনটিতে বৈশিষ্ট্যের কোন অভাব নেই এবং সবদিক থেকে দেখতে গেলে এটি একটি দারুন স্মার্ট ফোন হতে চলেছে।

এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ভালো প্রসেসর এবং ভালো ক্যামেরা। তার সাথেই আপনি পাচ্ছেন ৪০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী লাইফ এবং তার সাথেই থাকছে ৪ জিবি RAM এবং এলসিডি ডিসপ্লে। কিন্তু এসব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন ৭০০০ টাকার কমে। আর এটাই কিন্তু এই স্মার্টফোনের সবথেকে বড় বৈশিষ্ট্যটা। এতটা কম দামে এত বেশি জিনিসপত্র খুব একটা বেশি স্মার্টফোন ব্র্যান্ড তাদের মোবাইল ফোনে দেয় না। তার ওপর আপনি এই স্মার্টফোনের সাথে নোকিয়া কোম্পানির ভরসাও পেয়ে যাচ্ছেন। ফলে সব মিলিয়ে এটা হতে চলেছে একটা দারুন ডিল ।

Related Articles

Back to top button