Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজারে এসে গেল NOKIA সবচেয়ে সস্তা 5G ফোন, দেখুন এই ফোনের চমকপ্রদ ফির্চাস

Updated :  Tuesday, January 9, 2024 3:53 PM

বর্তমান সময়ে স্মার্টফোন মানেই গ্রাহকদের কাছে আগে আলোচনায় উঠে আসে তার ক্যামেরা এবং দুর্দান্ত ডিসপ্লে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আজকাল প্রতিনিয়তই একেরপর এক অবিশ্বাস্য মুঠোফোন লঞ্চ করছে কোম্পানিগুলো। ভারত তথা বিশ্ব বাজারে যেসব স্মার্ট ফোন উপলব্ধ রয়েছে সেই সব স্মার্টফোনের চির প্রতিদ্বন্দ্বী ফোন লঞ্চ করল নোকিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারত তথা বিশ্ববাজারে OnePlus এবং iPhone এর সাথে টক্কর দিতে Nokia Magic Max নামের দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, Nokia Magic Max স্মার্টফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমেই যদি দুর্দান্ত এই ফোনটির ডিসপ্লের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে কর্নিং গোরিল্লা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে গ্রাহকরা। পাশাপাশি ফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 2 শক্তিশালী চিপসেট থাকবে বলেও জানানো হয়েছে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 144MP প্রাইমারি ক্যামেরা সহ ফোনটি উপলব্ধ হবে ভারতীয় বাজারে। পাশাপাশি, 64MP + 48MP এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। যদি ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 8GB/12GB/16GB RAM এর সাথে 256GB/512GB ইন্টারনাল স্টোরেজ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বাজারে এসে গেল NOKIA সবচেয়ে সস্তা 5G ফোন, দেখুন এই ফোনের চমকপ্রদ ফির্চাস

যদি দুর্দান্ত এই ফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এতে 7950mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডার ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, বিশাল এই ব্যাটারি চার্জ করার জন্য 180W ফাস্ট চার্জিং-এর ব্যবস্থা রয়েছে বলেও জানা গেছে। কোম্পানি তরফ থেকে আরও জানানো হয়েছে, লাল, কালো, সোনালী এবং সবুজ কালারে মোবাইলটি কিনতে পাওয়া যাবে। যদি ফোনটির দামের কথা বলি, সে ক্ষেত্রে দুর্দান্ত এই মোবাইলটির প্রারম্ভিক দাম 32,990 টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।