Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৯ শে মার্চ আসতে চলেছে Nokia-র প্রথম 5G স্মার্টফোন

Updated :  Saturday, March 7, 2020 5:06 PM

এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে যে তাদের প্রথম 5G ফোনটি ১৯ শে মার্চ লন্ডনে প্রকাশ করা হবে। জানা গেছে জেমস বন্ডের  ২৫ তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ প্রদর্শিত হওয়ার সময় এটি প্রকাশ্যে আসবে। তবে সিনেমাটি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সাতমাস পর মুক্তি পাবে।

এই স্মার্টফোন কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ৮ ই মার্চ এই 5G মোবাইলটির 90-সেকেন্ডের বিজ্ঞাপন প্রকাশ করা হবে যেখানে থাকবেন এজেন্ট নোমির চরিত্রে অভিনয় করা লশানা লিঞ্চ। ওই বিজ্ঞাপনে ফোনটির কয়েকটি মূল বৈশিষ্ট্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছিলো।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য খারাপ খবর, ফের ইন্টারনেট ডেটায় দাম বাড়াতে চলেছে Jio

এইচএমডি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস টুইটারে স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করতে গিয়ে বলেন, “অপেক্ষা করার মতো আর সময় নেই। আপনাদের জন্য বিশেষ কিছু রেখেছি আমরা।”

যদিও ওই টুইটটিতে ডিভাইস এর নাম উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্টে জানা গেছে যে ১৯ শে মার্চ নোকিয়া 5.2, নোকিয়া 1.3, নোকিয়া 8.2 5G এবং নোকিয়া C2 লঞ্চ করা হতে পারে। প্রকাশিত ভিডিওটি দেখে যতদূর মনে হচ্ছে যে, নোকিয়া 5G ফোনটিতে একটি LED ফ্ল্যাশ সহ চারটি ক্যামেরা এবং সামনে ওয়াটারড্রপ ডিসপ্লে থাকতে পারে।