Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nora Fatehi: করোনা থেকে উঠেই মাস্ক ছাড়া ফের বেরিয়ে পরলেন রাস্তায়, ভিডিও ভাইরাল হতেই ট্রোল হলেন অভিনেত্রী নোরা

Updated :  Thursday, January 13, 2022 1:30 AM

সম্প্রতি বলিউডের অন্যতম সুন্দরী নোরা ফাতেহি করোনা থেকে সেরে উঠেছেন। হাতে পেয়েছেন নেগেটিভ রিপোর্টও। তবে নেগেটিভ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই মাস্ক ছাড়া চলে এলেন প্রকাশ্য রাস্তায়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন।

বছরের শুরুতেই করোনায় বাজেভাবে কাবু হয়েছিলেন নোরা ফাতেহি। আর ঠিক হতে না হতেই অভিনেত্রীকে মাস্কহীন দেখে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায় অসুস্থ হওয়ার পরেও শিক্ষা হয়নি অভিনেত্রীর। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ার পাতায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, নোরা ফাতেহি করোনা ছড়াচ্ছেন চারিদিকে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করেই ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্যই মাস্ক খুলে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ঢুকে যান নিজের বাড়িতে। আর এই দৃশ্য নিয়েই আপত্তি নেটিজেনদের। এই ভিডিওটিকে কেন্দ্র করেই নোরা ফাতেহিকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।

করোনা আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী ঘটা করে পোস্ট করে সকলকে জানিয়েছিলেন, তার অসুস্থতার কথা। এমনকি সকলকে সাবধানে থাকার কথাও বলেছিলেন তিনি। পরে সেরে উঠে হাতে করোনার নেগেটিভ রিপোর্ট আসার পরেও সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সকলের আশীর্বাদে এবং শুভকামনায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি আবারও কাজে ফিরছেন সেকথা তিনি জানিয়ে দিয়েছেন।