অপেক্ষার আর মাত্র ৩ দিন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে বিরাট সুযোগ হাতছানি দিচ্ছে ভারতীয় দলের জন্য। আর সেই সুযোগ আসতে পারে কে এল রাহুলের নেতৃত্বে। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়া। ওই ম্যাচে কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ, সেই প্রসঙ্গ নিয়ে এখন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। কারা হবেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী? সমস্ত অংক মেলাতে তৎপর ক্রিকেট বিশেষজ্ঞরা।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ঐতিহাসিক ম্যাচে কে এল রাহুল একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যার মধ্যে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে সম্প্রতি জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা সিরিজে যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্নুই-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কুলদীপ যাদব। তবে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের অংশ হতে পারবেন না কুলদীপ যাদব এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দলে কুলদীপ যাদবের স্থান দখল করতে পারেন ২১ বছর বয়সী রবি বিষ্নুই। ২০২২ আইপিএলে যথেষ্ট প্রভাব ফেলে ছিলেন তরুণ স্পিনার রবি বিষ্নুই। তাছাড়া আইপিএলে তার অধিকর্তা ছিলেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকা সিরিজের সেই রাহুলের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আর এই কারণে রাহুলের পছন্দে দলে জায়গা পেতে পারেন রবি বিষ্নুই। তাছাড়া চতুর চাহালের সঙ্গে তরুণ ক্রিকেটার রবি বিষ্নুই-এর জুটি দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের মেগা আসরে বল হাতে যুজবেন্দ্র চাহাল ২৭ উইকেট দখল করে পার্পেল ক্যাপ দখল করেছেন। অন্যদিকে, ২১ উইকেট নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কুলদীপ যাদব। সেখানে রবি বিষ্নুই আইপিএলে নিয়েছেন মোট ১৩ উইকেট।
এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রকাশিত দল: কে এল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদিপ সিংহ এবং উমরান মালিক।