আজ বৃহস্পতিবার, ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ চলছে। পেটিএম টি-টয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ রাজকোটে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে এমন এক ঘটনা ঘটল যা আগে কোনোদিন প্রত্যক্ষ করেনি কোনো ক্রিকেটপ্রেমী।
ঘটনাটি হল আজ রাজকোটে দ্বিতীয় টি-টয়েন্টি ম্যাচের সময় যুজবেন্দ্র চাহলের ১২.৫ নম্বর বলটি সৌম সরকার এগিয়ে খেলতে গিয়ে ব্যর্থ হন। সেসময় সৌম সরকারকে স্ট্যাপিং করে প্যাভিলিয়ন পাঠান ঋষভ পান্ত। গ্রাউন্ড অ্যাম্পায়াররা এব্যাপারে নির্ভুল সিদ্ধান্তের জন্য তৃতীয় অ্যাম্পায়ার অনিল চৌধুরীর কাছে পাঠান। সেখানে অনিল চৌধুরী স্পষ্টভাবে বলেন এটি আউট। কিন্তু জায়েন্ট স্ক্রিনে লেখা উঠে আসে নট আউট। যা দেখে অবাক সবাই। তার একটু পর ভুল সংশোধনের পর আউট লেখা ওঠে জায়েন্ট স্ক্রিনে।
আরও পড়ুন : অত্যন্ত নিম্নমানের ফিল্ডিং ভারতীয় ক্রিকেটারদের, ভারতের লক্ষ্য ১৫৪
উল্লেখ্য আজ দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টসে জিসে ভারত প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশী ওপেনার লিটন দাশ ও মহম্মদ নাইম। প্রথম দশ ওভারে বাংলাদেশ ভালো খেললেও শেষ দশ ওভার ভারত খেলা ঘুরিয়ে দেয়। বাংলাদেশ ২০ ওভারে ৬ টি উইকেট হারিয়ে মোট ১৫৩ রান করে। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।