Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পিছু হাঁটল কেন্দ্র, দেশজুড়ে চালু হচ্ছে না NRC

Updated :  Tuesday, February 4, 2020 2:22 PM

NRC এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকার পরে মঙ্গলবার কেন্দ্র থেকে জানানো হয় সারাদেশে NRC চালু করার আপাতত কোনও পরিকল্পনা নেই।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, “এখন অবধি জাতীয় স্তরে NRC করার করার বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।”

স্বরাষ্ট্র মন্ত্রক আরও বলেছে যে দেশব্যাপী NRC এর পদ্ধতি এবং সেটা নাগরিকদের উপর কীভাবে অতিরিক্ত বোঝার সৃষ্টি করবে তা নিয়ে কোনো প্রশ্নই আসেনা।

সংসদের বাজেট অধিবেশন শুরুর পর সোমবার নাগরিকত্ব সংশোধন আইন, NRC এবং NPR নিয়ে বিতর্ক শুরু হয়, এছাড়া জবাব চেয়ে বেশ কয়েকটি বিরোধী দল লোকসভা ও রাজ্যসভা উভয় পক্ষকেই নোটিশ দেয়।

আরও পড়ুন : দিল্লিতে ছড়াচ্ছে করোনা ভাইরাসের ভয়, হাসপাতালে ভর্তি ৬

২০১৫ সালের আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুত ট্র্যাক করতে গত বছরের ডিসেম্বরে CAA পাসের ফলে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।

সংশোধিত আইনের বিরোধীরা বলেছেন যে এটি সাম্প্রদায়িক বৈষম্যমূলক ও অসাংবিধানিক। তারা বলেন, প্রস্তাবিত প্যান-ইন্ডিয়া NRC এর প্রেক্ষিতে আইনটি যদি দেখা হয় তবে দলিল সরবরাহ করতে না পেরে অনেক মুসলমান বহিষ্কার বা বিতাড়িত হতে পারে।

আসামে অনিবন্ধিত অভিবাসীদের চিহ্নিত করার প্রক্রিয়ায় গত বছর প্রায় দুই মিলিয়ন লোককে NRC থেকে বাদ দেওয়া হয়েছিল।এরপর মন্ত্রালয় এবং সরকার থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, NRC এর জন্য কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।