অক্ষয়ের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন নুপুর! সিনেমায় নয়, মিউজিক ভিডিওয়

বালা অবতার এন্টারটেইন করছে দর্শক দের। তবে এরই মাঝে শনিবার মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের প্রথম মিউজিক ভিডিও “ফিলাল”।

গান তো গেয়েছেনই, পাশাপাশি কম্পোজিশনের দায়িত্ব ও সামলেছেন বি-প্রাক। টুইস্ট রয়েছে আর ও।এই মিউজিক ভিডিওর হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন কৃতি সানন এর বোন নুপুর সানন।

টুইট করে বোনের মিউজিক ভিডিওর প্রমোশন ও করেছিলেন অভিনেত্রী।

আজ ৯ই নভেম্বর মুক্তি পাচ্ছে অক্ষয়-নুপুরের ‘ফিলাল’