মাত্র ৯৯৯ টাকায় বুক করতে পারবেন Oben Rorr ইলেকট্রিক বাইক, এক চার্জে চলবে ২০০ কিমি
Oben Rorr এর ভারতীয় বাজারে এক্স শোরুম মূল্য ৯৯,৯৯৯ টাকা
ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।
গত কয়েক বছরে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রিক যানবাহন এখন সুপার ট্রেন্ডি। ভারতের বাজারে একের পর এক স্টার্টআপ কোম্পানি নতুন নতুন প্রযুক্তির ইলেকট্রিক স্কুটি বাজারে নিয়ে আসছে। তারমধ্যে বেঙ্গালুরু শহরের একটি স্টার্টআপ কোম্পানি Oben EV গত মঙ্গলবার তাদের প্রথম ইলেকট্রিক বাইক Oben Rorr লঞ্চ করেছে। আপাতত প্রথম পর্যায়ে ইলেকট্রিক বাইকটি ভারতের মোট সাতটি রাজ্যে পাওয়া যাবে। আগামী মে মাস থেকে এই বাইকের টেস্ট ড্রাইভ নেওয়া যাবে এবং জুলাই মাস থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে।
প্রথমেই জেনে নেওয়া যাক, নতুন ইলেকট্রিক বাইক Oben Rorr এর স্পেসিফিকেশন সম্বন্ধে। এই ইলেকট্রিক বাইকে ৪.৪KWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ১০ kW এর ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটর ৬৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। শুনলে অবাক হবেন, মাত্র ৩ সেকেন্ডের মধ্যে এই ইলেকট্রিক বাইক ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারবে। কোম্পানি দাবি করেছে তাদের ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এক চার্জে এই বাইক ২০০ কিমি অব্দি চলতে পারবে।
এই ইলেকট্রিক বাইকে আধুনিকতার সাথে সামঞ্জস্য বজায় রেখে রেট্রো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাইকে একটি গোল এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রিমিয়াম বাইকের মত এই বাইকেও এলইডি টার্ন ইন্ডিকেটর এবং টেলল্যাম্প রয়েছে। আরামদায়ক রাইডের জন্য টেলিস্কপিক সাসপেনশন ও দুই চাকাতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাইকের ট্রিপল টোন কালার লুক দেখতে অসাধারণ সুন্দর লাগছে, তা বলার অপেক্ষা রাখে না।
কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক বাইক Oben Rorr ভারতীয় বাজারে মাত্র ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ করেছে। তবে আপনি মাত্র ৯৯৯ টাকায় এই বাইক কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৮ মার্চ থেকে বুক করতে পারবেন। চলতি বছরের জুলাই মাসের মধ্যে ডেলিভারি শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে কোম্পানি। এছাড়াও তারা জানিয়েছে যে আগামী দু’বছরের মধ্যে প্রত্যেক ছয় মাসে কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে থাকবে।