Ola Electric Bike: ৫০০ কিঃমিঃ মাইলেজ সহ দুর্দান্ত বাইক লঞ্চ করল OLA, জেনে নিন দাম এবং বৈশিষ্ট্য
বাইক প্রেমীদের কাছে ইলেকট্রিক বাইকের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি OLA।
বর্তমানে সারা বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন বেড়ে চলেছে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক স্কুটারের চাহিদা। বিশেষ করে, বিগত এক বছরে জোর কদমে বিক্রি বেড়েছে ইলেকট্রিক স্কুটার সহ ইলেকট্রিক বাইকের। এর পেছনে অন্যতম কারণ হলো, সবচেয়ে কম মূল্যে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় ইলেকট্রিক গাড়ির দ্বারা। পুনরায় যার যোগ্য ব্যাটারি ব্যবহার করা হয় বলে জ্বালানি তেলের গাড়িগুলোর চেয়ে তুলনামূলক কম খরচে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন গ্রাহকরা। পাশাপাশি, এই সমস্ত গাড়ি ইলেকট্রিক হওয়ার কারণে পরিবেশের জন্য এটি কার্বন নেগেটিভ হিসেবে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
ওলার নতুন ইলেকট্রিক বাইক
এবার বাইক প্রেমীদের কাছে ইলেকট্রিক বাইকের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি OLA। ইতিমধ্যে এই সংস্থার একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ থাকলেও বাইকের ক্ষেত্রে অগ্রগতি ছিল শুন্য। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ভারতের বাজার কাঁপাতে ইলেকট্রিক বাইক লঞ্চ করবে সংস্থাটি। ইলেকট্রিক এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং মাইলেজ প্রত্যেককে অবাক করবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
ইলেকট্রিক বাইকের বৈশিষ্ট্য
আমরা আপনাদের বলি, OLA ইলেকট্রিকের নতুন এই বাইকটির ডিজাইন হবে স্পোর্টস বাইকের অনুকরণে। যা প্রথম দর্শনেই মানুষের মনে জায়গা করে নেবে। তাছাড়া অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে থাকবে ব্লুটুথ সংযোগ, ডিজিটাল মিটার, এলইডি ডিসপ্লে, স্মার্ট অ্যাপের সংযোগ, ৪ থেকে ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হওয়ার সক্ষমতা সহ একাধিক বৈশিষ্ট্য সংযুক্ত করা হবে নতুন এই বাইকে। এছাড়া, একবার সম্পূর্ণ চার্জে বাইকটি ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।