এটিই হলো OLA কোম্পানির সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার, দাম দেখলে চমকে যাবেন আপনিও
এই স্কুটারের দাম মাত্র ৮০ হাজার টাকা
ওলা ইলেকট্রিক দীপাবলিতে দেশের বাজারে নিয়ে চলে এসেছি তাদের সবথেকে সস্তায় ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের নাম নেওয়া হয়েছে ওলা এস১ এয়ার। প্রায় ৮০ হাজার টাকা দাম রাখা হয়েছে এই স্কুটারের। নতুন ইলেকট্রিক স্কুটার এই সংস্থার সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার OLA S1 এর সস্তা ভার্শন, Ola S1 Lite। এখানে আপনারা পেয়ে যাবেন ১০০ কিলোমিটার এর বেশি রেঞ্জ। ২২ অক্টোবর এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হলেও এখন এই স্কুটারের বুকিং চলছে। দীপাবলি উপলক্ষে কিছু অতিরিক্ত ডিসকাউন্ট আপনারা পাবেন।
এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। তবে এই দাম ২৪ অক্টোবর পর্যন্ত ভ্যালিড। তবে এখন এই ইলেকট্রিক স্কুটার এর দাম হয়েছে ৮৪,৯৯৯ টাকা। নতুন ইলেকট্রিক স্কুটার OLA S1 থেকে ২০ হাজার টাকা এবং S1 PRO থেকে ৫০ হাজার টাকা সস্তা। এই ইলেকট্রিক স্কুটার ডেলিভারি আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ইলেকট্রিক স্কুটার ৫টি রঙের অপশনের সাথে আসছে। যেখানে Ola S1 Pro এসেছিল ১১টি রঙের অপশনে।
এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল টোন কালার। এই স্কুটার এর নিচের অংশে ব্ল্যাকআউট প্যানেল দেওয়া হয়েছে। এছাড়া সিটের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলার গ্র্যাব রেল। এই ইলেকট্রিক স্কুটারের ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এবং এর ওজন কেবলমাত্র ৯৯ কিলোগ্রাম। এই ইলেকট্রিক স্কুটার হ্যান্ডেল করা অত্যন্ত সহজ। এই ইলেকট্রিক স্কুটারে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড আপনারা পেয়ে যাচ্ছেন। একবার চার্জ করলে ইকো মোডে ১০০ কিলোমিটারের রেঞ্জ আপনারা পাবেন। এছাড়া মাত্র ৪.৩ সেকেন্ডে শূন্য থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড ধরতে পারে এই ইলেকট্রিক স্কুটার।
ওলা ইলেকট্রিক সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারের জন্য মুভ OS3 সফটওয়্যার লঞ্চ করে দিয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রাইড অ্যানালিটিক্যাসের সঙ্গে একটি বিশেষ পার্টি মোড। এছাড়াও এখানে ভ্যাকেশন মোড, মাল্টিপল স্ক্রিন ইন্টারফেস, প্রক্সিমিটি আনলক, ফোন কল অ্যালার্ট, হিল হোল্ড অ্যাসিস্ট এর মতো একাধিক ফিচার আপনারা পাচ্ছেন।