Ola Electric Scooter: ১৯২ কিমি মাইলেজ সহ দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ola, দেখুন চোখ ধাঁধানো বৈশিষ্ট্য
গাড়ি প্রস্তুতকারক সংস্থা ওলার তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জে ১৯২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
বিগত কয়েক বছরে ভারতের বাজারে রাজত্ব করছে ইলেকট্রিক স্কুটার। বর্তমানে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে উপলব্ধ থাকলেও গত কয়েক বছর ধরে ইলেকট্রিক সেগমেন্টে রীতিমতো রাজত্ব করছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান Ola। ইতিমধ্যে এই সংস্থার একাধিক ইলেকট্রিক স্কুটার বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। মূলত, দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাস উপলব্ধ থাকার কারণে মানুষের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার।
সম্প্রতি ভারতের বাজারে এই গাড়ি নির্মাণ প্রস্তুত করার সংস্থা নিজেদের সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যার ডিজাইন এবং দুর্দান্ত বৈশিষ্ট্য ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে গ্রাহকদের। গাড়ি প্রস্তুতকারক সংস্থা ওলার তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জে ১৯২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তাছাড়া এই ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিং ব্যবস্থা করা হয়েছে, যাতে খুব কম সময়ের মধ্যে গ্রাহকরা এর সুবিধা গ্রহণ করতে পারেন। তাছাড়া, ০ থেকে ৫০ কিলোমিটার গতি তুলতে এই ইলেকট্রিক স্কুটার মাত্র ৪ সেকেন্ড সময় নেবে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
যদি ডিজাইনের কথা বলি, তবে ভারতের বাজারে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় অত্যাধুনিক লুক প্রদান করা হয়েছে। যা প্রথম দর্শনেই মানুষের মনে জায়গা করে নিচ্ছে।
যদি Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম নমুনা দেখতে পাবেন আপনি। টু-টোন সিট, রিয়ার ভিউ মিরর, ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, S1X ইলেকট্রিক স্কুটারে ৪ কিলোওয়াট-এর শক্তিশালী ব্যাটারি প্রদান করা হয়েছে। তাছাড়া গ্রাহকরা চাইলে ৬ কিলোওয়াট-এর ব্যাটারি বিকল্প বেছে নিতে পারবেন। যদি দামের কথা বলি, তবে বাজার সেরা এই ইলেকট্রিক স্কুটারের শোরুম মূল্য ৯৬ হাজার টাকা রাখা হয়েছে।