ইলেকট্রিক স্কুটার ছেড়ে এবার ইলেকট্রিক বাইকের দিকে পা বাড়ালো গাড়ি নির্মাণ সংস্থা ওলা। গত বছর স্বাধীনতা দিবসে প্রথমবারের জন্য নিজেদের ইলেকট্রিক বাইকের কথা প্রকাশে এনেছিল এই সংস্থাটি। এবার সেই চিন্তার বাস্তবায়ন ঘটতে চলেছে খুব শীঘ্রই। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে আজ থেকে ভারত মোটোজিপি (Bharat MotoGP) বাইক রেসিং আরম্ভ হয়েছে। যার অফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল পার্টনার ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)।
আপনারা জানলে অবাক হবেন, ভারতের এই ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থাটি উক্ত অনুষ্ঠানে নিজেদের সুপার ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে। সেখানে ওলা তাদের সুপার ইলেকট্রিক বাইকের কনসেপ্ট মডেল তথা ডায়মন্ডহেড (Diamondhead) প্রদর্শন করেছে। শুধু তাই নয়, Cruiser, Adventure ও Roadster নামের আরও তিনটি বাইকের উপর থেকে পর্দা সরিয়েছে সংস্থাটি। আমরা আপনাদের বলে রাখি, সদ্য প্রকাশ্যে আসা ওলার ইলেকট্রিক বাইক ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
যদি ডায়মন্ডহেড ইলেকট্রিক বাইকের অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কথা বলি, তবে প্রথমেই এর কিলার লুক পাগল করে তুলেছে সবাইকে। তাছাড়া ডায়মন্ড আকৃতির ডিসপ্লে প্যানেল সবার নজর আকর্ষণ করেছে। আপনারা জানলে অবাক হবেন, প্রথাগত সাসপেনশনের বাইরে গিয়ে এই প্রথমবারের জন্য ওলা ইলেকট্রিক বাইক আলাদা কিছু করার চেষ্টা করেছে। আপনারা জানলে অবাক হবেন, ওলার এই বিশেষ বাইকের সামনের জায়গায় ডাবল ডিস ব্রেক উপলব্ধ থাকবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই ইলেকট্রিক বাইকটি পারফরমেন্স ভিত্তিক একটি স্পোর্টস বাইক। যা গতির দিক থেকে ভারতের সর্বোচ্চ গতির ইলেকট্রিক বাইক তথা Ultraviolette F77 কেও হার মানাবে। তবে বাজারের এই সেরা বাইক কবে নাগাদ লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি।














