Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কম বাজেটে ১৯০ কিলোমিটার রেঞ্জ, অসাধারন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ola, জানুন দাম

Updated :  Saturday, February 3, 2024 9:52 AM

আপনি যদি এই মুহূর্তে একটা ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। ইলেকট্রিক স্কুটারের অন্যতম বড় কোম্পানি ওলা সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ওলা s1 এর নতুন অপশন। এখানে আপনারা অনেক বেশি ব্যাটারি পরিসীমা পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন ভালো সার্ভিস। এই ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাবেন চার কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি এবং এর দাম হল ১.১ লক্ষ টাকা। এই ইলেকট্রিক স্কুটার তার আগের ভেরিয়েন্টের থেকে ২০ হাজার টাকা বেশি ব্যয়বহুল। অন্যদিকে একেবারে এন্ট্রি লেভেল ভেরিয়েন্ট এর থেকে প্রায় ৪০ হাজার টাকা বেশি দামে পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার

কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি বেগ ৯০ কিলোমিটার পর্যন্ত। ৪০ কিলোমিটারের গতিবেগ তুলতে এই ইলেকট্রিক স্কুটার সময় নেয় মাত্র ৩.৩ সেকেন্ড। এই ইলেকট্রিক স্কুটারে একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে যা ৬ কিলোওয়াট ক্ষমতার এবং এটি ৮ বি এইচ পি শক্তি উৎপাদন করতে পারে। এই ইলেক্ট্রিক স্কুটারে আপনারা তিনটি রাইডিং মোড পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পাবেন ইকো, নরমাল এবং স্পোর্ট এই তিনটি মোড। এই নতুন ইলেকট্রিক স্কুটারে ডেলিভারি ইতিমধ্যেই শুরু হয়েছে।

এর পাশাপাশি সারা ভারতে আরও ৬০০টি সার্ভিস সেন্টারে সূচনা করতে চলেছে খুবই শীঘ্রই। ওলা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ভাবিস আগারওয়াল ঘোষণা করেছেন আগামী ত্রৈমাসিক এর মধ্যে ১০ হাজারটি ফাস্ট চার্জিং সেন্টার স্থাপন করবে ola। ফলে ভারতের ইলেকট্রিক পোর্টফোলিও আরো শক্তিশালী হবে।