Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুক্তির প্রথম দিনেই ‘ছপাক’ করমুক্ত হল দুই রাজ্যে, বয়কটের বদলে গেরুয়া বাহিনীদের মাথায় হাত

Updated :  Saturday, January 11, 2020 8:32 AM

কৌশিক পোল্ল্যে: দীপিকার JNU সফরের পরপরই তার সিনেমার ওপর বয়কটের দাবী ওঠে গেরুয়া বাহিনীর তরফে। তবে অন্ধকারের মেঘ কাটিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে এই সিনেমা।

দীপিকার ‘ছপাক’ বর্তমানে সবচেয়ে বিতর্কিত বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও। অনেকেই নিজেদের বাঁকা মন্তব্যে কটাক্ষ করেছেন দীপিকাকে আবার অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন : বয়কট করা গেল না সিনেমা, ছপাকের স্ক্রিনিংয়ে রনবীরকে প্রকাশ্যে চুম্বন দীপিকার

এরই মধ্যে ছবির জন্য বয়ে এল আরও একটি সুখবরের বার্তা। দুটি রাজ্যে ইতিমধ্যেই করমুক্ত হয়ে গিয়েছে এই সিনেমা। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই দুই রাজ্যে সম্পূর্ন ট্যাক্স ফ্রি হল এই ছবি। উল্লেখ্য দুটি রাজ্যই কংগ্রেস শাসিত।

রাজনৈতিক গননার নিয়মানুযায়ী আশা করা হচ্ছে, গেরুয়া শাসনের রাজ্যগুলি বাদে আরও বেশ কয়েকটি রাজ্যে করমুক্ত হতে পারে এই ছবি, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রিলিজের পর সিনেমাটির প্রংশসা করেছেন অনেকেই, বক্সঅফিসও ধীরে ধীরে সরগরম হচ্ছে। সপ্তাহ শেষে ছুটির মুখে এই সুখবর ছবির ভবিষ্যতকে যে উজ্জ্বল করবে তা বলাই বাহুল্য।