জানুয়ারি ২৩… ফোনের দুনিয়ায় হতে চলেছে ধামাকা, ক্যামেরা কাকে বলে এবার বুঝবেন
ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। তবে এখন শিগগিরই স্মার্টফোন প্রেমীরা মুখোমুখি হতে যাচ্ছেন এই দুটি স্মার্টফোনের। এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ওয়ানপ্লাস টিজার উপস্থাপনের সময় তাদের লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ওয়ানপ্লাস নতুন বছরে এই দুটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
প্রকাশিত টিজার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এগুলো ২৩ জানুয়ারি উন্মোচন করা হবে। ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে গ্রাহকরা ওয়ানপ্লাস ১২ এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর পাবেন। উভয় স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন একই হবে।
ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২ আর এর লঞ্চ ইভেন্টটি ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭.৩০ টায় শুরু হবে। ওয়ানপ্লাসপ্রেমী এবং ভক্তরা ওয়ানপ্লাসের ইউটিউব চ্যানেলে লঞ্চ ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই চিমের বাজারে ওয়ানপ্লাস ১২ উন্মোচন করেছে কোম্পানি। গত ৫ ডিসেম্বর চিনে এটি চালু করেছে কোম্পানি। ওয়ানপ্লাস ১২-তে ফটোগ্রাফির জন্য একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ পেতে চলেছেন। এতে ব্যবহারকারীরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, দ্বিতীয় ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং তৃতীয় ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেলের, যা হবে থ্রিএক্স টেলিফটো ক্যামেরা।
ওয়ানপ্লাসের এটিই প্রথম স্মার্টফোন যেখানে এ ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিং ব্যবহারকারীরা এতে পাবেন ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটিতে ৫৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট অফার করা হতে পারে। ব্যবহারকারীরা ১০০ ওয়াটের ৫৫০০ এমএএইচ ব্যাটারির ফাস্ট চার্জিংয়ের ফিচার পাবেন।