Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সব থেকে সাশ্রয়ী দামে 2.4k ডিসপ্লে ট্যাব লঞ্চ করল OnePlus

Updated :  Saturday, October 7, 2023 4:20 PM
OnePlus pad go

বছরের শুরুতে নিজেদের প্রথম ট্যাবলেট ওয়ানপ্লাস প্যাড উন্মোচনের পর এবার সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট ওয়ানপ্লাস প্যাড গো লঞ্চ করে কোম্পানি। যার প্রাথমিক দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার নিচে। কম দাম সত্ত্বেও, এই ট্যাবলেটটি প্রিমিয়াম বিল্ড-কোয়ালিটি এবং উন্নত ফিচার সরবরাহ করে। এই ট্যাবলেটটি চমৎকার মাল্টি-মিডিয়া পারফরম্যান্সের সুবিধাও পাওয়া যাবে এবং এটি সেগমেন্টের প্রথম ট্যাবলেট যা একটি বড় ২.৪k ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে।

ওয়ানপ্লাস প্যাড গো-তে ২.৪কে ডিসপ্লে এবং এই ১১.৩৫ ইঞ্চি স্ক্রিনের পাশে রয়েছে অত্যন্ত পাতলা বেজেল। এতে ৭:৫ ডিসপ্লে রেশিও রয়েছে এবং এর ডিসপ্লে ৯০ হার্জ রিফ্রেশ রেট প্রদান করে। ডিভাইসটির মাধ্যমে, সংস্থাটি শিক্ষার্থী এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে যাদের হাই-এন্ড পারফরম্যান্সের জন্য ব্যয়বহুল ট্যাবলেটগুলির প্রয়োজন নেই এবং যারা কম দামে আরও ভাল মাল্টি-মিডিয়া ব্যবহারের জন্য ট্যাবলেট কিনতে চান।

নতুন ট্যাবলেটে রয়েছে ১১.৩৫ ইঞ্চি বড় ২.৪কে আই-কেয়ার এলসিডি ডিসপ্লে এবং ২৪০৮×১৭২০ পিক্সেল রেজোলিউশন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের এই ডিসপ্লে ৪০০ নিটের ব্রাইটনেট প্রদান করে। শক্তিশালী অডিও পারফরম্যান্সের জন্য, এই ট্যাবলেটে একটি ডলবি অ্যাটমস কোয়াল স্পিকার সেটআপ রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং এতে রয়েছে ৮ জিবি LPDDR4X RAM।

 

এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরাটি ইআইএস স্টেবিলিটি সাপোর্টেড। ভিডিও কলিং ও সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি এবং ব্লুটুথ ৫.২ ছাড়াও থাকছে ওয়াইফাই ৫। রয়েছে প্রচুর সেন্সর সহ ফেস আনলকের অপশন। প্যাড গো’র ৮০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এলটিই ভ্যারিয়েন্টে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন দেওয়া হয়েছে এবং এগুলি যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ২৩,৯৮৯ টাকায় কেনা যাবে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়াও কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে এই ট্যাবলেটটি কেনা যাবে।