৪ জানুয়ারি লঞ্চ হবে OnePlus কোম্পানির এই ফ্ল্যাগশিপ ফোন, টেক্কা দিতে পারে আইফোনকেও
OnePlus তাদের নতুন 5G স্মার্টফোন OnePlus Ace 3 লঞ্চ করতে যাচ্ছে
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। আজকালকার দিনে ফ্লিপ ফোন নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। তবে বেশিরভাগ কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ রেঞ্জে ফোন লঞ্চ করছে আইফোনকে টেক্কা দেওয়ার জন্য। চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি OnePlus তাদের নতুন 5G স্মার্টফোন OnePlus Ace 3 লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি আগামী মাসের শুরুতে লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই OnePlus Ace 3 ফোনের ডিসপ্লেটি উচ্চ-রেজোলিউশন এবং ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি উচ্চ-মানের ডিসপ্লে। এটি গেমিং এবং ভিডিও দেখার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে। এর ডিসপ্লে ৬.৭৮-ইঞ্চি BOE X1 OLED LTPO প্যানেল, 1.5K (2,780 x 1,264 পিক্সেল) রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট। এর প্রসেসর Snapdragon 8 Gen 2। এই প্রসেসরটি ৪nm প্রক্রিয়াতে তৈরি। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার একটি কোর ৩.২GHz ক্লকস্পীডে চলতে পারে। এই প্রসেসরটি গেমিং, ভিডিও সম্পাদনা এবং অন্যান্য হাই-পারফরম্যান্স অ্যাপলিকেশনগুলির জন্য আদর্শ।
OnePlus ফোনের ক্যামেরা ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরা সেটআপটি একটি শক্তিশালী ক্যামেরা সিস্টেম। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উচ্চ-মানের ছবি এবং ভিডিও তোলার জন্য উপযুক্ত।
এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এই সেলফি ক্যামেরা উচ্চ-মানের সেলফি তোলার জন্য উপযুক্ত।
এই ফোনের ব্যাটারি ৫,৫০০ mah এর। এই ব্যাটারিটি একটি দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করবে। এবং ১০০W ফাস্ট চার্জিং প্রযুক্তি এটিকে দ্রুত চার্জ করতে সহায়তা করবে।ফোনটি চীন মার্কেটে প্রথমে লঞ্চ করা হবে। এরপর এটি গ্লোবাল মার্কেটে OnePlus 12R নামে লঞ্চ করা হতে পারে। সম্ভবত ৪ জানুয়ারি এই ফোনটি লঞ্চ করবে। ফোনটির দাম সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। তবে, এটি ৫০ হাজার টাকার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।