Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাবজিকে টপকে নতুন রেকর্ড গড়ল অনলাইন গেম ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার’

Updated :  Tuesday, October 15, 2019 11:37 AM

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনলাইনে গেম আমাদের মধ্যে অনেকেই খেলে। আর বর্তমানে অনলাইন গেম গুলোর মধ্যে PUBG সবচেয়ে জনপ্রিয়। অনলাইনে একদল খেলোয়াড় একে অপরের সাথে লড়াই করে খেলা হয় এই গেমটি। কিন্তু সম্প্রতি PUBG এর এই একছত্র বাজারে থাবা বসিয়েছে আর একটি গেম। সম্প্রতি বাজারে এসেছে ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার‘ এর মোবাইল (Android ও iOS) ভার্সন। যেটা জনপ্রিয় PUBG এর একছত্র বাজারে ভাগ বসিয়েছে।

‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার‘ গেমটি এতদিন কেবলমাত্র কম্পিউটারে উইন্ডোজ, ম্যাক এই সমস্ত প্ল্যাটফর্মে খেলা যেতো। কিন্তু গত ১লা অক্টোবর গেমটি গুগল প্লে স্টোর এবং IOS প্লাটফর্মেও এসেছে। আর আসার পর থেকে তুমুল জনপ্রিয় হয়েছে গেমটি, যার কাছে PUBG এর জনপ্রিয়তাও ফিকে হয়ে পড়েছে। ১লা অক্টোবর মোবাইল প্লাটফর্মে আসার পর Google Play Store এবং I-Store থেকে ‘কল অফ ডিউটি’র গেমটির ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় অনলাইন গেম বিশেষজ্ঞরা।

MobileInsight নামক অনলাইন গেম নিয়ে সমীক্ষা করা একটি সংস্থার প্রধান র‌্যান্ডি নেলসন বলেছেন ‘কল অফ ডিউটি’ গেমটি  নতুন ইতিহাস তৈরি করেছে। গেমটি মোবাইল প্লাটফর্মে আসার পর প্রথম সপ্তাহে ডাউনলোডের নিরিখে PUBG কে অনেক পিছনে ফেলে দিয়েছে। রিলিজের প্রথম সপ্তাহে PUBG এর ডাউনলোডের সংখ্যা ছিল ২ কোটি ৬৩ লক্ষ, সেখানে প্রথম সপ্তাহে  ‘কল অফ ডিউটি’র ডাউনলোড সংখ্যা ১০ কোটিরও বেশি। ২০০৩ সালে প্রথম বার  ‘কল অফ ডিউটি’ গেমটি বাজারে আসে কম্পিউটারের জন্য। সেটারই মোবাইল ভার্সন এলো এবার।