দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসে গেছে Oppo F15। অনেকগুলি নতুন ফিচার আনা হয়েছে এই ফোনে যার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলার মতো সুবিধা। শুধু তাই নয় দামেও চমকে দেওয়া হয়েছে গ্রাহকদের। একেবারে ৩০০০ টাকা কমেছে এই মডেলের। আসুন এবার জেনে নিই এই ফোনের ফিচার সম্পর্কে।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে BSNL-এর বাম্পার অফার, প্রতিদিন ৩ জিবি ডেটা সাথে ৭১ দিন বাড়লো মেয়াদ
- ৬.৪ ইঞ্চি স্ক্রিনসহ ফুল এলসিডি সুপার ডিসপ্লে।
- ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
- ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা) + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।এছাড়া ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- মিডিয়াটেক হেলিও পি থার্টি প্রসেসর।
- অ্যান্ড্রয়েড ভার্সন- ৯।
- ৪০০০ mAh-এর ব্যাটারির সুবিধা।।
- ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সহ এর দাম ১৯,৯৯০ টাকা।