টেক বার্তা

পুরো তিন হাজার টাকা ছাড়, অবিশ্বাস্য দামে বাজারে আসছে এই স্মার্টফোন

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসে গেছে Oppo F15। অনেকগুলি নতুন ফিচার আনা হয়েছে এই ফোনে যার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঁচ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলার মতো সুবিধা। শুধু তাই নয় দামেও চমকে দেওয়া হয়েছে গ্রাহকদের। একেবারে ৩০০০ টাকা কমেছে এই মডেলের। আসুন এবার জেনে নিই এই ফোনের ফিচার সম্পর্কে।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে BSNL-এর বাম্পার অফার, প্রতিদিন ৩ জিবি ডেটা সাথে ৭১ দিন বাড়লো মেয়াদ

  • ৬.৪ ইঞ্চি স্ক্রিনসহ ফুল এলসিডি সুপার ডিসপ্লে।
  • ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
  • ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা)  + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।এছাড়া ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • মিডিয়াটেক হেলিও পি থার্টি  প্রসেসর।
  • অ্যান্ড্রয়েড ভার্সন- ৯।
  • ৪০০০ mAh-এর ব্যাটারির সুবিধা।।
  • ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সহ এর দাম ১৯,৯৯০ টাকা।

Related Articles

Back to top button