সরাসরি পাকিস্তান থেকে ভারতে পৌঁছানোর বদলে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে অবশেষে বিশ্বকাপ 2023 খেলতে ভারতে অবতরণ করেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে বাবর আজমদের এক রকম উৎসবের সাথে স্বাগত জানাচ্ছেন ভক্তরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই নিয়ে 7 বছর পর ভারতের মাটিতে পদার্পণ করেছে পাকিস্তানি দল। জানলে অবাক হবেন, ইতিপূর্বে 2016 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে ভারতের মাটিতে পদার্পণ করেছিল পাকিস্তান।
আমরা আপনাদের বলি, মূলত দুই দেশের রাজনৈতিক কর্মকাণ্ড চরম উত্তেজনায় থাকার কারণে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করেনি ভারত-পাকিস্তান। উল্লেখ্য, ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল সর্বমোট 134টি একদিনের ম্যাচ খেলেছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতের বিপক্ষে সর্বমোট 73টি ম্যাচ জিতেছে পাকিস্তান। যেখানে ভারতীয় দল জিতেছে মাত্র 56টি একদিনের ম্যাচে।
তবে যদি বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে বলি, তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট 7টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে টিম ইন্ডিয়া সবকটি ম্যাচ জিতেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারত 1992, 1996, 1999, 2003, 2011, 2015 এবং 2019-এর সাতটি ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানকে খারাপভাবে পরাজিত করেছে। শেষবার 2019 বিশ্বকাপেও টিম ইন্ডিয়া পাকিস্তানকে 89 রানে (DLS) হারিয়েছিল।
क्रिकेट विश्व कप के प्रैक्टिस मैच से पहले पाकिस्तान की क्रिकेट टीम हैदराबाद पहुंची।#CricketWorldCup2023 pic.twitter.com/BnR5vMUzwg
— ANI_HindiNews (@AHindinews) September 27, 2023
এদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন একদিনের বিশ্বকাপে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও ফেভারিট দল হিসেবে ঘোষণা করতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 2011 সালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ব্লু-বাহিনী। ফলে 5ই অক্টোবর থেকে শুরু হতে চলা একদিনের বিশ্বকাপে ভারতীয় দল শুরুতেই শিরোপা অর্জনের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে।