২০২৩ এশিয়া কাপ নিয়ে সংকটের ঘোর কাটতে না কাটতে একদিনের বিশ্বকাপ আয়োজনে কালো মেঘ দেখা দিতে শুরু করেছে। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মেগা আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মাটিতে সেই টুর্নামেন্টে যোগ দিতে আপত্তি জানায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না টিম ইন্ডিয়া।
ফলশ্রুতিতে, হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। PCB-র দেওয়া তথ্য অনুসারে, এশিয়া কাপে ভারত যে কটি ম্যাচ খেলবে সেগুলি আয়োজন করা হবে শ্রীলংকার মাটিতে। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর আসন্ন বিশ্বকাপের আয়োজন নিয়ে দুবিধায় পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পছন্দমত ভেন্যুতে আয়োজন করতে হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। এই প্রথমবার ভারত এককভাবে আয়োজন করতে চলেছে একদিনের বিশ্বকাপ। ফলে স্বাভাবিকভাবেই চাপের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ পর্বে দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হবে বিসিসিআইকে। প্রথমটি, ভারত বনাম পাকিস্তান ম্যাচটি গুজরাটের পরিবর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয়টি, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি ব্যাঙ্গালোরের পরিবর্তে ইডেন গার্ডেন্সে আয়োজন করতে হবে।
এক নজরে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ সূচি-
৮ অক্টোবর- পাকিস্তান বনাম প্রথম কোয়ালিফায়ার (হায়দ্রাবাদ)
১২ অক্টোবর- পাকিস্তান বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার ( হায়দ্রাবাদ)
১৫ অক্টোবর- পাকিস্তান বনাম ভারত (গুজরাট)
২০ অক্টোবর- পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার (বেঙ্গালুরু)
তার পর আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ের মাটিতে খেলবে পাকিস্তান। পরের ম্যাচটি আবার কলকাতার ইডেনে খেলে বেঙ্গালুরুতে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে হবে পাকিস্তানকে।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film