খেলাক্রিকেট

Asia Cup 2023: বাড়ছে জটিলতা জমছে মেঘ, নতুন পাক বোর্ডের সিদ্ধান্তে অনিশ্চিত এশিয়া কাপ

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনমতেই পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলবে না টিম ইন্ডিয়া।

Advertisement

হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। এশিয়া কাপের আয়োজনে নিজেদেরকে প্রায় প্রস্তুত করে ফেলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজম শেঠীর পদত্যাগে সমস্ত আয়োজন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আজ্ঞে হ্যাঁ, নাজম শেঠীর পদত্যাগের ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে অস্থির রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। তার স্থানে পিসিবির নতুন চেয়ারম্যান মোহম্মদ জাকা আশরাফের সিদ্ধান্তে এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে এশিয়া কাপ।

আমরা আপনাদের জানিয়ে রাখি, নাজম শেঠীর প্রস্তাব অনুযায়ী হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে চলেছিল এশিয়া কাপের আসর। তবে নতুন চেয়ারম্যান মোহম্মদ জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারে বসেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মোহম্মদ জাকা আশরাফ বলেন,’হাইব্রিড মডেলে নয়, সম্পূর্ণ এশিয়া কাপের আসর আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে।’

এদিন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসে সরাসরি বলেন,’আমি অনেক আগে থেকেই হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনের বিরোধিতা করেছি। আর আমার সিদ্ধান্ত এখনও অটুট রয়েছে। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন এশিয়া কাপের মেগা আসর আয়োজনের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর দিয়ে থাকে, তবে সম্পূর্ণ আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে।

ফলে স্বাভাবিকভাবেই আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা এখনও রয়েই গেল ক্রিকেট বিশ্বে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনমতেই পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলবে না টিম ইন্ডিয়া। ফলে স্বাভাবিকভাবেই এশিয়া কাপের মেগা আসর আদৌ আয়োজিত হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যে সংশয়ের কালো মেঘ জমতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Related Articles

Back to top button