এখনকার দিনে ভারতে ওয়েব সিরিজের একটা দারুন জনপ্রিয়তা তৈরি হয়েছে। ওয়েব সিরিজ মানেই অফুরন্ত বিনোদনের একটা জায়গা এবং এর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন বহু শিল্পী। যারা হয়তো এখন আর মেইন স্ট্রিম ফিল্ডে কাজ করতে পারছেন না তারা এখন ওয়েব সিরিজকে নিজেদের কাজের জায়গায় হিসেবে বেছে নিয়েছেন। ওয়েব সিরিজের মধ্যে উদ্দাম যৌনতা থেকে শুরু করে ভয়ানক দৃশ্য সবকিছুই থাকে। এই কারণে অনেকে বলতে পারেন ওয়েব সিরিজ হয়তো নিষিদ্ধ জিনিস। কিন্তু নিষিদ্ধ তার প্রতি মানুষের আগ্রহ তো সব সময়ই বেশি ছিল। তাই মানুষের এই ধর্মকে কাজে লাগিয়েই আজকালকার দিনে ওয়েব সিরিজ মিডিয়াতে রীতিমতো আগাছার মতো করে গজিয়ে উঠেছে বেশ কিছু নতুন ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্ন হট এবং বোল্ড দৃশ্য দিয়ে সাজানো এই সমস্ত প্লাটফর্মের ওয়েব সিরিজ। তবে বেশিরভাগ গল্পই কিন্তু আপনাকে গোপনে দেখতে হবে যদি আপনাকে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হয়। বেশিরভাগ ইরোটিক ওয়েব সিরিজ পাওয়া যায় এই ধরনের প্লাটফর্মে। স্বাভাবিকভাবেই আপনি সবার সাথে বসে এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পারবেন না। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের
উল্লুতে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ
সম্প্রতি ইরোটিক প্লাটফর্ম উল্লুতে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ পালং তোর অ্যানিভার্সারি গিফট। এই ওয়েব সিরিজের দুটি সিজন এই মুহূর্তে উপলব্ধ রয়েছে। এই সিরিজের গল্প তৈরি হয়েছে এক দম্পতির দাম্পত্য জীবনকে ঘিরে যাদের দাম্পত্য জীবন সুখকর হলেও বিছানায় তিনি স্বামীর কাছ থেকে সুখ পান না। এমন সময় সেই মহিলা যান একটি জুম্বা ক্লাসে এবং সেখানে গিয়ে তার ট্রেনার এর সঙ্গে তার একটা পরিচয় তৈরি হয়। আর এই পরিচয় থেকেই তৈরি হয় শারীরিক সম্পর্ক। এই সম্পর্কের মাঝে এই গল্পটা একটা অন্যদিকে মোড় নিতে শুরু করে।
দুরন্ত অভিনয় করে ঝড় তুলেছেন রেবতি আচার্য
এই ওয়েব সিরিজে দারুণ অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী রেবতী আচার্য। এই ওয়েব সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়াও এই সিরিজে কামিনী চরিত্রে অভিনয় করে নজর কেটেছেন অভিনেত্রী ঋতু প্যাটেল। যদি আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই উল্লু প্লাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।














