‘রকস্টার’ লুকে তুমুল ভাইরাল হল এই আম্পায়ার, সোশ্যাল মিডিয়ায় শুরু চর্চা

আন্দ্রে আর্সেল, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন থেকে শুরু করে দুই দলে অনেক তারকা ক্রিকেটার রয়েছেন। তাদের নিয়ে ম্যাচ চলাকালীন আলোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনা হচ্ছে…

Avatar

আন্দ্রে আর্সেল, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন থেকে শুরু করে দুই দলে অনেক তারকা ক্রিকেটার রয়েছেন। তাদের নিয়ে ম্যাচ চলাকালীন আলোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনা হচ্ছে কী না একজন আম্পায়ার কে নিয়ে। অবাক করার মত শোনালেও এতাই সত্যি। আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স ও সারাইজার্স হায়দরাবাদ ম্যাচে যাবতীয় আলোচনা আম্পায়ার পশ্চিম পাঠক কে নিয়ে।

রকস্টার লুক থেকে শুরু করে আম্পায়ারিং-এর ধরন, খেলা শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় এই আম্পায়ার কে নিয়ে। পশ্চিম পাঠককে এ বারের আইপিএল-এ কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচেই প্রথম আইপিএল-এ আম্পায়ারিং করতে দেখা গেল। লম্বা চুল, দীর্ঘকায় এই আম্পায়ারকে দেখে অনেকেই বলছেন তিনি একজন ‘রকস্টার’। পাশাপাশি বোলার বল করার সময় যেভাবে সামনের দিকে ঝুঁকে আম্পায়ারিং করছেন তিনি, তা দেখেও অনেকেরই পুরোনো  দিনের আম্পায়ারিং-এর কথা মনে পড়ে যাচ্ছে।

২০১৪ সালে প্রথমবার আইপিএল-এ আম্পায়ারিং করেন পশ্চিম পাঠক। এখনও পর্যন্ত আইপিএল-এর আটটি ম্যাচে আম্পায়ারিং করতে দেখা গেছে তাঁকে। এর আগে বিজয় হাজারে ট্রফিতে আম্পায়ারিং করার সময় হেলমেট পরে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।

'রকস্টার' লুকে তুমুল ভাইরাল হল এই আম্পায়ার, সোশ্যাল মিডিয়ায় শুরু চর্চা

সেই বিজয় হাজারে নিয়েও চর্চায় উঠে আসেন এই আম্পায়ার। শুধুমাত্র ছেলেদের খেলাতেই নয়, মহিলাদের দু’টি আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি।