বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া, তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসর কাটানোর সঙ্গী হিসেবেও ধরে নিয়েছে। এই নেটদুনিয়াতে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ যদি তা নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে, সেটি মুহূর্তে ভাইরাল হবে সকলের মাঝে। উল্লেখ্য, নেটদুনিয়ায় এমন অনেকেই রয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন একাংশের মাঝে। অবশ্য তার একাধিক ঝলক নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
সম্প্রতি ‘আলিশা’ নামের এক মহিলা নিজের শেয়ার করে নেওয়া একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন নেটজনতার একাংশের মাঝে। আপাতত, সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘পাতলি কামারিয়া মোরি’। আর এই মুহূর্তে এই গানের তালেই নিজের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্কুলে ক্লাসরুমের মধ্যেই রিল ভিডিও বানালেন এই শিক্ষিকা। এদিন পড়ুয়াদের সাথে নিয়েই এই শিক্ষিকা পালন করছিলেন ক্রিসমাস। অবশ্য সেকথা তার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর ক্যাপশন দেখলেই স্পষ্ট হবে। রইল ঝলক।
ক্রিসমাস পালন উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের মাথাতে ছিল সান্টা টুপি, তার ঝলক রয়েছে ভিডিওতেই। এদিন তাদের সাথে আনন্দ করার জন্যই মজার ছলে এই ভিডিওটি বানিয়েছিলেন এই শিক্ষিকা। এদিন পড়ুয়াদের সাথে নিয়ে কেকও কেটেছিলেন তিনি, তার ঝলকও করেছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে মজা পেয়েছেন নেটজনতার একাংশ, কমেন্টবক্সে তাদের মন্তব্যতেই স্পষ্ট সেকথা। তবে তাদের মাঝে একাংশের মত, স্কুলে ক্লাসরুমের মধ্যে শিক্ষিকার এমন ধরনের ভিডিও বানানো উচিৎ হয়নি। এই ধরনের গান কিংবা ভিডিও বানানো শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বলাই বাহুল্য, আলিশা নামের এই শিক্ষিকা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওটির সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement