প্রায় প্রতিনিয়ত দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বিভিন্ন রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম সেঞ্চুরির কাছাকাছি। বাংলাতে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ৯২ টাকা। এবার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে অভিনব কায়দায় প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় অব্দি আসেন। তারপর তিনি ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্ন অব্দি আসেন। বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় এমন প্রতিবাদ নিয়ে তীব্র চর্চা চলছে। তারই মধ্যে স্কুটারকে স্কুটার দিয়ে জবাব দিল সদ্য গতকাল বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকার। তিনি তার টুইটারে একটি ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্রুপ করেছেন।
আজ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পায়েল সরকার নিজের একটি স্কুটি চালানোর ছবি প্রকাশ করে টুইটারে ক্যাপশন দিয়েছেন, “বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে।” সেই সাথে সদ্য গেরুয়া হওয়া এই অভিনেত্রী আত্মনির্ভর ভারত ট্যাগ ব্যবহার করেছে। আসলে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিজেদের আন্দোলনকে শক্তিশালী করতে বারংবার “বাংলার এনার্জি মমতা ব্যানার্জি” স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর ইলেকট্রিক স্কুটার চালানোর ছবি প্রচার করছে। তবে তার পাল্টা বিজেপি নেত্রী পায়েল সরকারের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে | #AatmanirbharBharat pic.twitter.com/SmA7hwsl9i
— Paayel Sarkar (@Paayel_12353) February 25, 2021
প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন টলিউড গ্ল্যামার কুইন পায়েল সরকার। তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়ে জানিয়েছেন যে তিনি নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত ও বাংলার মানুষের জন্য বিজেপির হয়ে তিনি কাজ করতে চান। তিনি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হলে একটি মাধ্যম প্রয়োজন। তাই আমার মতাদর্শের সাথে বিজেপির মিল থাকায় আমি গেরুয়া শিবিরের সৈনিক হয়ে কাজ করব। এমনকি বিজেপি তাকে প্রার্থী করলে তিনি ভোটে লড়তে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন।