কেন্দ্রীয় সরকার পিএম উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি রিফিল হ্রাস করেছে। কেন্দ্রীয় সরকারের এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্তের পর দেশে এলপিজি সিলিন্ডারের চাহিদা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাধারণ ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে এলপিজি সিলিন্ডারের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।
অক্টোবরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানো হয়েছে। যার পর অক্টোবরে এলপিজি গ্যাসের চাহিদা বাড়ার পর প্রতিদিন আগের থেকে বেশি সংখ্যায় সিলিন্ডার রিফিল করা হয়েছে এবং এলপিজি সিলিন্ডার রিফিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার।
পিএম উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৫০০ টাকা কম দামে অর্থাৎ ৬০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাচ্ছেন। একই সঙ্গে বাকি এলপিজি গ্রাহকদের এলপিজি সিলিন্ডার পূরণের জন্য দিতে হবে ৯০০ টাকা, যা আগে ছিল ১১০০ টাকা। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, অনেক রাজ্যও এখান এলপিজি সিলিন্ডার কমিয়েছে। রাজস্থানের কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের মাত্র ৫০০ টাকায় সিলিন্ডার দিচ্ছে। উত্তরপ্রদেশের যোগী সরকার দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার কথা বলেছে।
এ ছাড়া মধ্যপ্রদেশ সরকার ৪৫০ টাকায় একটি সিলিন্ডার দিতে বলেছে। ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারের কথা ঘোষণা করে ৫০০ টাকার এলপিজি সিলিন্ডার দেওয়ার কথা বলেছে কংগ্রেস। বর্তমানে ৯.৫৯ কোটিরও বেশি মানুষ পিএম উজ্জ্বলা যোজনার সুবিধা নিচ্ছেন।