Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian cricketer: বন্ধুর স্ত্রীকে করেছেন গর্ভবতী, পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে

Updated :  Wednesday, January 18, 2023 2:24 PM

আন্তর্জাতিক ক্রিকেটে দীনেশ কার্তিকের লড়াইটা একেবারেই সহজ ছিল না। ছোটবেলার বান্ধবীকে বিয়ে এবং তার নিকট থেকে বিশ্বাসঘাতকতা, একাধিকবার স্বপ্ন ভেঙেছে দীনেশ কার্তিকের। জানলে অবাক হবেন মাত্র ২১ বছর বয়সে দীনেশ কার্তিক তার ছোটবেলার বন্ধু নিকিতাকে বিয়ে করেন। ২০০৭ সালে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের চার হাত এক হয়েছিল। তবে সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি তাদের।
Indian cricketer: বন্ধুর স্ত্রীকে করেছেন গর্ভবতী, পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে

মাত্র ২১ বছর বয়সে বিবাহিত জীবনে পদার্পণ করলেও কখনো দাম্পত্য জীবন সুখের হয়নি দীনেশ কার্তিকের। যদিও নিকিতা আর দীনেশের বিয়ে উভয় পরিবারের সম্মতিতে হয়েছিল। তবে দীনেশ কার্তিক এবং নিকিতার বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কার্তিকের ঘনিষ্ঠ বন্ধু মুরালি বিজয়ের নাম উঠে আসে।

নিকীতার সঙ্গে মুরালি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি দীনেশ কার্তিকের স্ত্রী মুরালির সাথে সম্পর্কে জড়িয়ে গর্ভবতীও হয়ে পড়েন। এই খবর প্রকাশ্যে আসতেই বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ, ২০১২ সালে, নিকিতা বানজারা ও দীনেশ ডির্ভোস হয়। এরপর কার্তিকের বন্ধু মুরালি বিজয়ের সাথে বিয়ে করেন নিকিতা।
Indian cricketer: বন্ধুর স্ত্রীকে করেছেন গর্ভবতী, পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে

চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার কারণে একেবারেই ভেঙে পড়েন দীনেশ কার্তিক। এরপর দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। অবশেষে দীপিকার সাথে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকাল গত বছরই যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। বর্তমানে দীনেশ কার্তিক কেবল তার পারিবারিক জীবনেই সুখী নন বরং বর্তমানে ভারতীয় ক্রিকেটে সেরা ফিনিশার হিসেবে নিজের দাবীদায়িত্ব পেশ করছেন।