Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাধারণ মানুষকে সুখবর দিল মোদি সরকার, ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা পাবেন

Updated :  Monday, July 24, 2023 8:26 AM

আগামী জুলাই মাসে দেশের মানুষ নতুন করে সুখবর পেতে চলেছেন। জুলাই মাসে মোদি সরকার দেশবাসীর একাউন্টে ২০০০ টাকা পাঠাতে চলেছে। এর ফলে দেশের মানুষ অনেকটা স্বস্তি পাবেন। এই ২০০০ টাকা সেই সমস্ত লোকেদের পাঠানো হবে যারা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত। এই ২০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪তম কিস্তি হিসেবে পাঠানো হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ১৪তম কিস্তি খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে কৃষকদের একাউন্টে। ১৩ তম কিস্তি বিগত ২৭ ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। আশা করা যেতে পারে আগামী ২৮ জুলাই এর মধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি দিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী এই যোজনা প্রকল্পটি ভারতের কৃষকদের জন্য পরিচালিত একটি দুর্দান্ত প্রকল্প। দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তি মোদি সরকার খুব শীঘ্রই প্রকাশ করবে। প্রধানমন্ত্রীর এই যোজনা ব্যাপারে অফিসিয়াল টুইটার প্রোফাইলে ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজস্থানের সিকারে ২৭ জুলাই সভা থেকেই এই কিস্তি প্রকাশ করা হবে। আগামী ২৮ জুলাই এর মধ্যে সবার কাছেই টাকা পৌঁছে যাবে। প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বছরে তিনবার প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পেয়ে যান। ফলে বার্ষিক ছয় হাজার টাকা পাওয়া যায় এই প্রকল্পে। টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক একাউন্টে জমা করা হয়।

এই প্রকল্পের ১৪ তম কিস্তি পেতে হলে কেওয়াইসি করে ফেলা একেবারেই বাধ্যতামূলক। ইতিমধ্যেই ১৩ তম কিস্তি পেয়ে গিয়েছেন কৃষকরা। কিন্তু স্বচ্ছতার স্বার্থে, সরকারের তরফ থেকে বলা হয়েছে ১৪ তম কিস্তি পেতে হলে কৃষকদের eKYC করে ফেলতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়েছিল। লক্ষ লক্ষ কৃষক সংশ্লিষ্ট বিভাগ থেকে এই কিস্তি পেয়ে থাকেন। প্রায় তিন বছর ধরে এই সুবিধা পাচ্ছেন কৃষকরা।