প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার দ্বাদশ কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি মানুষ। আপনিও কি তাহলে এই দু হাজার টাকার জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারের জন্য? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। অবশেষে হতে চলেছে আপনার অপেক্ষার অবসান এবং শীঘ্রই সুবিধাবীদের একাউন্টে আসতে চলেছে এই যোজনার টাকা। সূত্রের খবর অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে দ্বাদশ কিস্তির টাকা কৃষকদের একাউন্টে ট্রান্সফার করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের একাউন্টে বছরে ৬০ হাজার টাকা করে ট্রান্সফার করা হয়ে থাকে। এখনো ১০ কোটি কৃষকদের একাউন্টে ১১ তম কিস্তির টাকা পাঠানো হয়েছে।
কিভাবে করবেন চেক?
সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে।
এরপর ডান দিকের ‘Farmers Corner’ এ গিয়ে ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করতে হবে
এরপর আপনাকে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে
এই দুটি নম্বরের মাধ্যমে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ? না আসবে না ?
আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনও একটি নম্বর এন্টার করে ‘Get Data’-তে ক্লিক করতে হবে ৷
ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের ডিটেল পেয়ে যাবেন ৷
এছাড়া আবেদনের স্থিতি জানার জন্য আপনি টোল ফ্রি নম্বর ১৫৫২৬১ এ কল করে আপনার তথ্য দিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস জানতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside