Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সভা করার অনুমতি মেলেনি, তবুও সভা হবে হুংকার মিমের

Updated :  Wednesday, February 24, 2021 10:46 PM

কলকাতায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) কে সভা করার অনুমতি দিলো না কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা বন্দর এলাকার কারবালার পিং স্কোয়ারে জনসভা করার কথা ছিল আসাদউদ্দিন ওয়াইসির। কিন্তু জানা গিয়েছে সভার মাত্র ২৪ ঘন্টা আগে পর্যন্ত এখনো পুলিশের কোনো অনুমতি পত্র পাওয়া যায়নি। তবে দলীয় নেতারা ঘোষণা করে দিয়েছেন, যদি পুলিশের অনুমতি না পাওয়া যায় তাহলেও সভা হবে।

সভাপতি পুলিশের এই সিদ্ধান্তের ওপর ক্ষোভ সৃষ্টি হয়েছে দলীয় নেতৃত্বের। তারা বহু আগে থেকেই আসাদউদ্দিন ওয়াইসির এই জনসভার কথা ঘোষণা করে দিয়েছিলেন। আর এই মুহূর্তে তাদেরকে জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না, তার ফলে এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের সংগঠন বেশ ক্ষুব্ধ। এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জামেরুল হাসান বলেছেন, “রাজ্য সরকার যে আসাদ উদ্দিন সাহেবের বাংলায় আগমন কে ভয় পাচ্ছেন, তা এই ঘটনা থেকে স্পষ্ট। আমরা সম্পূর্ণ আইনগতভাবে সভা করার অনুমতি পাওয়ার চেষ্টা করব। যদি তা না হয় তাহলে আমরা পুলিশি অনুমতি ছাড়া সভা করব।”

গত লোকসভা নির্বাচনে কোচবিহারে আসাদউদ্দিন ওয়াইসির বড় বড় হর্ডিং দেখে একটি রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “হায়দ্রাবাদের একটা রাজনৈতিক দল আছে। তারা মুখে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কাজ করার কথা বলে। আসলে ওরা হলো বিজেপির বি টিম। ওদের একটা ভোট দেবেন না।” এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছিলেন, “লোকসভা ভোটে তো আমরা বাংলায় প্রার্থী দেয়নি। তাহলে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করলো কিভাবে?”