সরকারি কাজ কোথায় হবে, না হবে না সেই নিয়ে ফের আরো একবার প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। নিজেই জানালেন, “যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ!”
বীরভূমের খয়রাশোলের আজ বুথভিত্তিক কর্মী সম্মেলনে আজ আরো একবার ক্ষোভ উগড়ে নানা কথা বলেন। এমনকি খয়রাশোলের নাকড়াকোন্দা পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদিকে ভোট কম পাওয়ার কথা জিজ্ঞেস করেন অনুব্রত মণ্ডল।এমনকি বিজেপিকে নিশানা করে বলেন, “দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। দিল্লি থেকে কাজ করে দেয় কিনা!”
প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনে খয়রাশোলে ১০ হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। এদিন নাকরাকোদার একটি বুথের হিসেব নিতে গিয়ে দেখা গিয়েছে, যেখনে তৃণমূল পেয়েছে ১০০ ভোট, সেখানে বিজেপি পেয়েছে ৭০০ ভোট।