হট বোল্ড পুনমকে আপনি এর বাইরে আর কি কি বলেন তা হয়তো আপনিই জানেন। অনেকে ড্রামা কুইনও বলে থাকেন পুনম পান্ডেকে। এই অভিনেত্রী মডেলের আজব গজব কিসসা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আপনি হয়তো ভাববেন, এও সম্ভব! হ্যাঁ পুনমের কাছে সব সম্ভব। যে কোন সময় যখন তখন যা কিছু করে খবরের শিরোনামে থাকার মহিলা তিনি।
সবসময় একটা অন্য মুডে থাকেন পুনম। তাইতো বিয়ের করেই স্বামীকে জেলে পাঠিয়ে দিলেন মডেল। শ্লীলতাহানির অভিযোগে স্বামী সাম বোম্বে গেলেন জেলে। এদিকে একা সময় কাটানো বড্ড দায়। তাই আবার তড়িঘড়ি স্বামীকে জেল থেকে ফিরিয়ে আনেন। মানে এই সব ঘটনা ঘটিয়েছেন মধুচন্দ্রিমায় গিয়ে।
দেখুন ক্যাপশনে নিজেই লিখেছেন বেস্ট হানিমুন অথচ স্বামী নাকি তাঁর চুলের মুঠি ধরে টেনেছেন। তাঁর ঘাড়ে চেপে বসে তাঁকে মেরেছেন। না মানে এটা BDSM হয়ে যায়নি তো? যদিও এর ব্যখা পুনম দিতে পারবেন। যাইহোক অবশেষে স্বামী ঘরে ফিরেছেন। এবারে একদম স্বামীর বুকে মাথা রেখে আদুরে আলাপ মিটিয়ে নিচ্ছেন হট সেক্সি পুনম পান্ডেজি। রইল সেই ভিডিও…














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside