Post Office Scheme: ঘরে বসে প্রতি মাসে রোজগার করুন ২০ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানেন?
ভারত সরকার সম্প্রতি একটি নতুন প্রকল্পের মাধ্যমে ভারতের সাধারণ মানুষের সমস্ত অসুবিধা দূর করার চেষ্টা করছে
বৃদ্ধ বয়সে সবথেকে বড় সমস্যাটা হলো এই বয়সে কিন্তু নিয়মিত আয় বন্ধ হয়ে যায় এবং আপনাকে অন্য কারোর উপরে নির্ভরশীল থাকতে হয় আয়ের জন্য। এই সময় আর্থিক সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য পোস্ট অফিসের তরফ থেকে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প নিয়ে আসা হয়েছে ভারতের সাধারণ মানুষের জন্য। পোস্ট অফিসে এরকম কয়েকটি প্রকল্প রয়েছে যেখানে আপনারা প্রতি মাসে প্রচুর টাকা আয় করার সুযোগ পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই প্রকল্পে বিনিয়োগের উপরে ৮ শতাংশের বেশি সুদ অফার করা হয় ভারত সরকারের তরফ থেকে। অর্থাৎ ব্যাংকের ফিক্স ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ পাওয়া যায় এক্ষেত্রে। প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সব থেকে বড় বিষয়টা হলো এই প্রকল্পে আপনারা পেয়ে যাবেন ৮.২ শতাংশ হারে সুদ। ২০২৪ সালের ১ জানুয়ারি অনুযায়ী সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পের সুদের হার বাড়িয়ে ৮.২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এতে বিনিয়োগ করে প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে আয় করতে পারবেন আপনারা। এই প্রকল্পে নিয়মিত আয় করার এবং নিরাপদ বিনিয়োগ করার একটা সুবিধা রয়েছে। এছাড়াও আপনার কর সুবিধা রয়েছে। আপনি যদি এই প্রকল্পে একাউন্ট খোলেন তাহলে আপনি ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। দেশের নাগরিকদের জন্য সবথেকে পছন্দের এই প্রকল্পটি। এই প্রকল্পে আপনি সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং অবসরের পরে নিয়মিত আই নিয়ে আপনার কোনো রকম চিন্তা হবে না। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা কিন্তু এই প্রকল্পের স্ত্রীর সঙ্গে একসাথে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং যৌথ একাউন্টের মাধ্যমে নিজের আয়ের সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন।
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত হতে পারে। তবে যদি আপনি এই প্রকল্পে পাঁচ বছরের আগে টাকা তুলে নেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হয়। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে যারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন তারা ৫৫ বছর বয়সে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। প্রতিরক্ষা বিষয়ক কর্মীদের ক্ষেত্রে এই বয়সসীমা ৫০ বছর। পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি যদি একাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি আয়কর ছাড়ের সুবিধা ও পেয়ে যাবেন একই সাথে। আপনি আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী পেয়ে যাবেন কর ছাড়ের সুবিধা একেবারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।