অমিত শাহের বাংলা সফরের পরই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দিতে দেখা গিয়েছে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে। এইদিন তিনি বলেন, বাংলার নির্বাচনে দুই অংক পেরতেও হিমশিম খেতে হবে পদ্ম শিবিরকে। এবার তার সেই চ্যালেঞ্জের পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সচিব অরবিন্দ মেনন।
তৃণমূল সরকারকে উৎখাতের শপথ নিয়ে দুই দিনের বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর সোমবার টুইট করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। এইদিন তিনি লেখেন,”একুশে বাংলার নির্বাচনে দুই অঙ্কের পেরতে যথেষ্ট কষ্ট করতে হবে গেরুয়া শিবিরকে। এরপরই বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি নিচে লেখেন, যদি এর চেয়ে ভালো ফল করতে পারে, তাহলে তিনি ছেড়ে দেবেন কাজ। তার এই টুইটেরই এইবর পালটা দিলেন অরবিন্দ মেনন। কটাক্ষের সুরে তিনি বলেন,”অন্যের অনুমানের ভিত্তিতে চলেনা বিজেপি। দল নিজেরাই তা তৈরি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে দিয়েছেন দিদিকে আইসোলেশনে চলে যাবেন। আর বাংলায় ২০০ টি আসন জিতবে গেরুয়া শিবির।” নিচে পিকের বক্তব্য টেনেই খোঁচা দিয়ে বলেছেন,”আপনার বিদায়ের জন্য আগাম শুভেচ্ছা রইল আপনাদের।” প্রশান্ত কিশোরের হুঙ্কারকে যে বিজেপি বিন্দুমাত্র বিচলিত নয়, সেটাই এইদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন অরবিন্দ মেনন।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এইদিন দলের অন্দরে বেড়ে চলেছে অসন্তোষ। তার সাথে কর্পোরেট ধাঁচে রাজনীতির কাজ করতে রাজি নন পার্টির অভিজ্ঞরা। এই নিয়ে বহু জন ইতিমধ্যে আপত্তিও জানিয়েছেন। এমন কি তথাকথিত ক্ষুব্ধ নেতারা, মন্ত্রীরা দলীয় নেতৃত্বের সাথে আলোচনায় পিকের উপস্থিতি মানতে চান না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা দৃঢ়, শুভেন্দু অধিকারীর দলত্যাগের নেপথ্য নায়ক নাকি এই পিকেকেই। আর ঠিক এমন পরিস্থিতিতেই গেরুয়া শিবির একুশে বাংলার ক্ষমতা দখলে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপিতে যোগদান করছেন শাসক দলের একাধিক নেতারা। সবদিক দেখেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানান প্রশান্ত কিশোর। কিন্তু তাকে পালটা দিতে ছাড়ল না গেরুয়া শিবিরও।