Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘১০০ আসন পেলে পেশা ছেড়ে দেব’, বিজেপিকে কড়া আক্রমন প্রশান্ত কিশোরের

Updated :  Wednesday, March 3, 2021 7:12 PM

রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। লাল, সবুজ, গেরুয়া প্রত্যেক দল তাদের সমস্ত প্রচেষ্টা নিয়ে নির্বাচনের ময়দানে নামতে চলেছে। মুড়ি-মুড়কির মতো চলছে দল পাল্টানোর খেলা। তারই মধ্যে তৃণমূলের ভোট কৌশলী হিসেবে ময়দান গরম করতে প্রস্তুত প্রশান্ত কিশোর। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার একটি বড় ফ্যাক্টর হতে চলেছে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) ভোট কৌশল। তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে যোগদান করার পর থেকে একের পর এক আক্রমনে বিজেপিকে বিদ্ধ করে চলেছেন প্রশান্ত। বাংলা নিজের মেয়েকেই চায়, স্লোগান তৈরি করার পর আবারও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন, “যদি এবারের বাংলার নির্বাচনে বিজেপি ১০০ আসনে জয়লাভ করতে পারে, তাহলে আমি ভোট কৌশলীর কাজ ছেড়ে দেবো। আমি নিজের সংস্থা আইপ্যাক ছেড়ে দেবো।” পাশাপাশি শুভেন্দু অধিকারীকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, ২ মে এর পর তিনি সবকিছু প্রমাণ করে দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও প্রশান্ত কিশোর এরকম একটি হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপিকে। দিন কয়েক আগে তিনি ঘোষণা করেছিলেন এবারের নির্বাচনে বিজেপি দুই অংক পেরোতে পারবে না।

প্রশান্ত কিশোর বলছেন, “এবারে বিজেপি বাংলায় ১০০ আসলের গণ্ডি টপকাতে পারবে না। যদি কোনভাবে এই অঘটন ঘটে যায় তাহলে আমি নিজের ভোট কৌশলীর পেশা ছেড়ে দেবো। পাশাপাশি আমি আমার সংস্থা আইপ্যাক ছেড়ে দেবো। আপনারা কোন ভোট প্রচারে আমাকে আর দেখতে পাবেন না। উত্তরপ্রদেশে আমি হেরে গিয়েছিলাম। সমাজবাদী পার্টি, বিএসপি এবং কংগ্রেসের মহাজোট বিজেপির কাছে হেরে গিয়েছিল। কিন্তু তার কারণ ছিল উত্তর প্রদেশের রাজনৈতিক দলগুলি আমার কথা মত চলে নি। কিন্তু মমতা দিদি আমাকে যথেষ্ট কাজের স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এবারেও যদি তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছে হেরে যায় তাহলে আমি মনে করব আমি এই কাজের যোগ্য নই।”

কিন্তু, ভোট কৌশলী প্রশান্ত কিশোর মেনে নিয়েছেন, রাজ্যের তৃণমূলের অন্দরে কিন্তু বেশ কিছুটা সমস্যা রয়েছে। গোষ্ঠী কোন্দল এর ঘটনাও এখানে রয়েছে বলেও তার অভিব্যক্তি।আর তৃণমূলকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি এই ব্যাপারটি খুব ভালো করে জানে। তারা আশঙ্কা, যদি ভারতীয় জনতা পার্টি বাংলায় কোন ভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু শুধুমাত্র দায়ী হবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এরপর বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “ভারতীয় জনতা পার্টি বারবার বলছে এই রাজ্যে তারা দু’শোর বেশি আসন পেতে চলেছে। বাংলায় একটা ভোটের হাওয়া তৈরি করে মূলত তৃণমূলের অন্দরে ফাটল তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।” কিন্তু প্রশান্ত কিশোরের সরাসরি হুংকার, “ফাঁকা আওয়াজ করে ভোট জেতা সম্ভব নয়।”