কৌশিক পোল্ল্যে: রূপে লক্ষী, গুনে সরস্বতী এই অভিধায় ভূষিত হয়েছেন একমাত্র বাঙালি কন্যারা। দেশের বিভিন্ন প্রদেশে বাংলা অতি সুপরিচিত তার সুন্দর বঙ্গললনাদের তাগিদে।
দিল্লিতে বড় হওয়া এমনই এক বঙ্গকন্যা প্রিয়ংবদা। পেশায় অভিনেত্রী ও মডেল এই কন্যে বাংলার প্রতি আজও বিশেষ আবেগ বহন করেন। উল্লেখ্য, এবারের জনপ্রিয় টিভি শো স্পিলিট্সভিলার বিজয়ী হয়েছেন তিনি।
আরও পড়ুন : ‘পোশাক ঠিকঠাক করে পরুন’, প্রিয়াঙ্কাকে আক্রমন নেটিজেনদের
সম্প্রতি বিকিনি ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি নিজের একটি বিকিনি লুক সোশাল মিডিয়ায় শেয়ার করেন। স্বল্প পোশাকে লক্ষনীয় বিষয় তার শ্বেতপদ্মের মতো উজ্জ্বল ও মসৃন ত্বক। শরীরের খোলা অঙ্গগুলিও চোখে পড়ছে বেশ।
ছবিটি অল্প সময়েই বেশ ভালো রেসপন্স পেয়েছে সোশালে। তার এই লুকে মজেছেন অনেকেই। ছবিটির একঝলক নীচে দেখে নিন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside