Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সানি লিওনিকে হারিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, কীভাবে?

Updated :  Monday, May 11, 2020 8:17 AM

কৌশিক পোল্ল্যে: সানি লিওনি হেরে গেলেন দেশি গার্লের কাছে। রীতিমতো সবাইকে হারিয়ে সর্বোচ্চ স্থানে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। কি ভাবছেন, প্রতিযোগিতাটা কীসের ছিল? না, কোনো মারামারি, অভিনয় বা প্রেম নিবেদনের নয়, এ প্রতিযোগিতা সবচেয়ে বেশি সার্চ হওয়া ইন্ডিয়ান সেলিব্রিটির তালিকা যেখানে স্বমহিমায় বিরাজ করছেন ভারতীয় অভিনেত্রীরা।

সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এল এই তথ্য। এতদিন শীর্ষ স্থানে বরাবর থেকে এসেছেন হট সেলেব সানি লিওনি, এবার তাকেই সরিয়ে তালিকার সবচেয়ে উপরের নামটি প্রিয়াঙ্কার। বিগত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তার গড় সার্চ সংখ্যা ৩৯ লাখ, যেখানে সানির গড় সার্চের সংখ্যা ৩১ লক্ষ এবং তিনিই এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে পুরুষ সেলিব্রিটিদের মধ্যে সলমান খান ও বিরাট কোহলি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানটি দখল করেছেন, এনাদের গড় সার্চ হয়েছে ২১ ও ২০ লাখ।

মহিলা তারকা হিসেবে তালিকায় তৃতীয় স্থানটি ক্যাটরিনা কাইফের, সার্চের পরিমান ১৯ লাখ এবং পুরুষ তারকাদের মধ্যে তৃতীয় স্থানটি দখল করেছেন ঋত্বিক রোশন, ১৩ লাখ সার্চ পেয়ে। সমীক্ষার কর্মকর্তারা প্রথমেই জানিয়েছেন, ভারতীয় তারকা হিসেবে প্রথম স্থানটিতে কোনো পুরুষ নন বরং মহিলা রয়েছেন, এবং বিগত তিন মাস ধরে চলা সমীক্ষায় পুরুষদের মধ্যে প্রথমে থাকা সলমানের থেকেও প্রায় ১৮ লাখে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা।

মহিলা তারকাদের মধ্যে আর যারা এই তালিকার অন্তর্ভুক্ত তারা হলেন ৪) দীপিকা পাডুকোন ৫) আলিয়া ভাট ৬) দিশা পাটানি ৭) সারা আলি খান ৮) করিনা কাপুর খান ৯) শ্রদ্ধা কাপুর এবং ১০) রশ্মিকা মন্দনা।

অন্যদিকে পুরুষদের মধ্যে প্রথম দশে আর যারা নথিভুক্ত হয়েছেন তারা হলেন ৪) রোহিত শর্মা, ৫) আল্লু অর্জুন, ৬) শাহরুখ খান, ৭) টাইগার শ্রফ, ৮) বিজয় দেভারাকোন্ডা, ৯) মহেন্দ্র সিং ধোনি, এবং ১০) মহেশ বাবু।