Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘প্রোফেসর শঙ্কু’-র ট্রেলার দেখে মন খারাপ হল দর্শকদের, কারণ…

Updated :  Saturday, November 9, 2019 10:30 AM

কেয়া সেন : কোনো পোস্টার বা টিজার নয়,সরাসরি প্রকাশ্যে এলো সন্দীপ রায়ের পরিচালিত “প্রোফেসর শঙ্কু”-র ট্রেলার।

এত নিখুঁত কাজের পর, ছবির ট্রেলার দেখে খানিকটা অখুশি সিনেপ্রেমীরা, কারণ খুব কম সময়সীমার ভিডিও। অ্যাডভেঞ্চার আর রহস্যের স্বাদ পেতে শুরু করতে না করতেই শেষ ট্রেলার। পাশাপাশি ছবির ভিএফএক্স-এর কাজ ও আরো ভালো হতে পারতো, অথবা বলা যেতে পারে গোটা ছবি দেখার পর হয়তো এই খামতিটা ভুলে যাবেন দর্শকমহল। অগত্যা এখন অপেক্ষা ছবি মুক্তির। তবে বলে রাখা ভালো…….

'প্রোফেসর শঙ্কু'-র ট্রেলার দেখে মন খারাপ হল দর্শকদের, কারণ...

ত্রিলোকেশ্বর শঙ্কু, সত্যজিৎ রায়ের এক অনন্য চরিত্র।যার জনপ্রিয়তা ফেলুদার চেয়ে কোনো অংশেই কম নয়। এবার প্রথমবার শঙ্কুর অ্যাডভেঞ্চার ফুটে উঠবে বড় পর্দায়, তাও আবার বড়দিনে।

 

'প্রোফেসর শঙ্কু'-র ট্রেলার দেখে মন খারাপ হল দর্শকদের, কারণ...

প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো নিয়ে পরিচালক তৈরি করছেন এই ছবি। শঙ্কুর চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায় এককথায় অনবদ্য, তো নকুড়বাবুর চরিত্রে পর্দায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায় কে।