Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Prosenjit-Rachna: পুজোর আগেই একই সাথে জুটি বাঁধলেন প্রসেনজিৎ-রচনা, দেখা মাত্রই মুগ্ধ ভক্তমহল

Updated :  Monday, September 12, 2022 7:44 PM

টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি বলা হয়। সেই শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি নিজের দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন অভিনেতা, যা বজায় রয়েছে এখনো। আজকের যুগে দাঁড়িয়েও বর্তমানের সমস্ত অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় দিয়েই টেক্কা দিতে পারেন তিনি। ইন্ডাস্ট্রিতে তার চুটিয়ে কাজ করে যাওয়ার নমুনা মিলছে প্রতিদিন, প্রতিমুহূর্তে। খুব শীঘ্রই পর্দায় আবারও ফিরতে চলেছেন বুম্বাদা। ‘কাছের মানুষ’এ দেব ও ইশার পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

অন্যদিকে রচনা ব্যানার্জী এখন ঘরে ঘরে সকলের প্রিয় ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা। দিদি হিসেবেই প্রতিটি মানুষের বৈঠকখানায় ঢুকে পড়েছেন তিনি। জি বাংলার পর্দায় তার সঞ্চারিত গেম রিয়্যালিটি শো হিট। বেশ কয়েক বছর কেটে গিয়েছে বড়পর্দা থেকে দূরে সরে এসেছেন অভিনেত্রী। এখন ছোট পর্দাতেই রাজ করছেন তিনি। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে আবারও একসাথে সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জী। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে অগণিত সাধারনের মাঝে চর্চায় এই জনপ্রিয় হিট অনক্রিন তারকা জুটি।

সম্প্রতি রুদ্র সাহা নামে এক নামি ফ্যাশন স্টাইলিশের হাতের জাদুতে একেবারে সাবেকি সাজে সেজে উঠেছিলেন তারা। রুদ্র সাহা বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত নন। টলিউডের ছোট-বড় সকল তারকাদের সাথেই তার দহরম মহরম। পুজোর আগেই একটু অন্যরকম ভাবেই এই প্রসেনজিৎ-রচনা জুটিকে তিনি হাজির করলেন তাদের অগণিত ভক্তমহলের সামনে। বলাই বাহুল্য, তাদের একসাথে আবারও দেখে রীতিমতো উচ্ছ্বসিত তারাও। ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার পাশাপাশি প্রসেনজিৎ-রচনা জুটিও কম হিট উপহার দেননি দর্শকদের। একটি ইনস্টারিল ভিডিওর মাধ্যমে তাদের এই সাম্প্রতিক সাজ সামনে এসেছে সকলের, যা শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটজনতার অধিকাংশের মাঝে। বহুবছর পর একসাথে কোনো একটি কাজ করতে পেরে খুশি এই দুই তারকাও।

সাবেকি ডিজাইনার পোশাকে সুসজ্জিত হয়ে বিভিন্ন পোজে ছবিও তুলেছেন তারা। তাদের সেই ফটোশুটের ছবি যে খুব শীঘ্রই আবারো দর্শকদের মুগ্ধ করতে চলেছে, তা অবশ্য আলাদা ভাবে বলার অপেক্ষায় রাখছে না। পুজোর আগে ভক্তদের জন্য এ নতুন চমক, তা বলাই যেতে পারে। আপাতত এই অনস্ক্রিন তারকা জুটি নিজেদের সাজের জন্যই চর্চিত হচ্ছেন। রুদ্র সাহা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন এই সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে।