Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর সেরা অফার! JIO ফোন মাত্র ৬৯৯ টাকায়! তাড়াতাড়ি করুন

Updated :  Wednesday, October 2, 2019 8:59 AM

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় অন্য এক নাম হল জিও। একের পর এক সস্তার প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে এখন জিও। এবারে দশেরা ও দিওয়ালিতে বাম্পার অফার এনে রীতিমতো নেটওয়ার্ক দুনিয়ায় ঝড় তুললো জিও।

উৎসবের মরসুমে মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাবে জিও ফোন। কিন্তু জিও ফোন কেনার সময়ে কোনো পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে হবে না। একই দামে বাজারে এখনও অনেক কোম্পানির ২জি ফোন পাওয়া গেলেও গ্রাহকরা ফিচার ফোনে ৪ জি পরিষেবা ব্যবহার করতে পারতো না।

কিন্তু জিও ফোন কিনতে এবং ২জি থেকে ৪ জি তে মাইগ্রেট করতে জমা দিতে হবে ৭০০ টাকা। এই ৭০০ টাকা দিয়ে জিও গ্রাহকরা পাবেন ১৫০০ টাকার সমান বেনিফিট। ইন্টারনেট, পেমেন্ট, ই -কর্মাস থেকে শুরু করে এডুকেশন, লার্নিং, ট্রেন বুকিং, বাস বুকিং ইত্যাদি সার্ভিস ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন জিও গ্রাহক।