গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২ গজের মহারণে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যেখানে রাজস্থানের বিরুদ্ধে ন্যূনতম লড়াই করতে পারেনি বিরাট কোহলিরা। এক রকম ভাবে রাজস্থানের সামনে আত্মসমর্পণ করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর এর পরেই খুঁজে দেখা হয়েছে বিরাট কোহলির পুরনো সমীকরণ। পেছনে ফিরে তাকালে দেখা যাবে বিরাট কোহলির ব্যর্থ ব্যাটিংয়ের নমুনা। ইতিপূর্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে সেই দুটি ম্যাচই বিরাট কোহলি ব্যাট হাতে ডাহা ব্যর্থ হয়েছিলেন।
যদিও বর্তমান সময়ের নিতান্ত দুর্দিনের মধ্যে সময় কাটাচ্ছেন রান মেশিন বিরাট কোহলি। তবে এর আগে ২০১১ সালে কোয়ালিফায়ার টু-তে মাত্র ৮ রান করেছিলেন। ২০১৫ সালে আবার কোয়ালিফায়ার টু-এর ম্যাচে ১২ রান করেছিলেন। গতকাল রাজস্থানের বিপক্ষে ফের মুখ থুবরে পড়েন বিরাট কোহলি। ৮ বল মোকাবেলা ৭ রান করে সাজঘরে ফেরেন কিং কোহলি। মোদ্দা কথা, বিরাট কোহলির উপর যতই প্রত্যাশা রাখা হোক না কেন, কোয়ালিফায়ার টু-তে সফল হওয়ার ভাগ্য নেই প্রাক্তন আরসিবি অধিনায়কের। ব্যর্থতা তার জীবনের সঙ্গী এমনটাই প্রোথিত হয়।
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। সঞ্জুর আমন্ত্রণে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ফের দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রজত পাতিদার। দলের হয়ে একমাত্র অর্ধশত রানের (৪২ বলে ৫৮ রান) ইনিংস খেলেন তিনি। মূলত তার ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রান সংগ্রহ করে কোহলিরা।
১৫৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ফের খেলেন জস বাটলার। ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। মূলত তার ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান। আগামীকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।