কৌশিক পোল্ল্যে: তিনি একরত্তি বলিউডের ‘কুইন’। নিজের শক্তিশালী ব্যক্তিত্বে তাক লাগিয়ে দেন সকল তারকাদের। একজন স্পষ্ট ও নিডর বক্তা হিসেবে তিনি বহুল পরিচিত বলিমহলে। ইন্ডাস্ট্রিতে হওয়া নানান অবিচারের বড়সড় আওয়াজ তিনি। পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবিতে তিনি যতখানি সরব ঠিক ততটাই গর্জে উঠতে পারেন বলিউডে হওয়া নেপোটিজম বা পরিবারবাদের বিরুদ্ধে।
সেই কঙ্গনাই মমতাময়ী রূপে হাজির দরিদ্র শ্রমিকদের সেবায়। আগেই প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান করেন বড় অঙ্কের টাকা, এ তথ্য খোলসা করেছেন তার বোন রঙ্গোলি চান্দেল, কিন্তু টাকার পরিমান নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। এরপর আরও একবার দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে তাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন কুইন।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত দরিদ্র শ্রমিকদের বর্তমান পরিস্থিতির মানোন্নয়নে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়েছেন। এবিষয়ে কঙ্গনা জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছেন যে কারনে তিনি সাউথের দিকটির দায়িত্বভার গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া, কঙ্গনার আসন্ন সিনেমা ‘থালাইভি’র কাজ মাঝপথে আটকে রয়েছে। এই সিনেমায় তিনি প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমার সঙ্গে যুক্ত বহু গরিব শ্রমিকদের কথা জানতে পারেন তিনি, এবং এদের সাহায্যে আরও পাঁচ লক্ষ টাকার একটি আর্থিক অনুদান করেন।
ঝাঁসির রানী মনিকর্নিকার চরিত্রের মতোই দুর্দিনে অসহায় মানুষদের হাত ধরে তাদের সঠিক দিশা প্রদর্শনে ব্রতী হলেন বলিউডের তথাকথিত ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।