IND Vs AUS: বাজ পাখির মত ঝাঁপিয়ে ক্যাচ লুফে নিলেন রবীন্দ্র জাদেজা, রইল ভিডিও

দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেই অবিশ্বাস্য ফিল্ডিং করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মধ্য মাঠে বাজ পাখির ন্যায় উড়ে গিয়ে লুফে নেন দুর্দান্ত একটি ক্যাচ। আর সেই ভিডিও বর্তমানে ভাইরাল…

Avatar

দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেই অবিশ্বাস্য ফিল্ডিং করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মধ্য মাঠে বাজ পাখির ন্যায় উড়ে গিয়ে লুফে নেন দুর্দান্ত একটি ক্যাচ। আর সেই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মার্নাস ল্যাবুশানের বিরুদ্ধে থার্ড লেগে ফিল্ডিং করছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেই সময় বল হাতে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কুলদীপ যাদব। কুলদীপের একটি বলে থার্ড লেগে দুর্দান্ত একটি শট খেলেন মার্নাস ল্যাবুশান। তবে সেখানে ফিল্ডিং রত রবীন্দ্র জাদেজা উড়ে গিয়ে তালু বন্দী করেন ল্যাবুশানের ক্যাচটি।

গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। টসে জিতে প্রথমে ফিলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের অনবদ্য বোলিং-এর কারণে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এদিকে, অস্ট্রেলিয়ার প্রথম চার উইকেটের মধ্যে দুটি উইকেট তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা।

১৮৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে টিম ইন্ডিয়া। ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশা জনক পারফরমেন্স উপহার দেন অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব। তবে সপ্তম জুটিতে দীর্ঘ সমালোচিত কে এল রাহুল (৭৫) এবং রবীন্দ্র জাদেজার (৪৫) লম্বা ইনিংসেরও উপর নির্ভর করে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। এদিকে, বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অনবদ্য ৪৫ রানের সুবাদে সিরিজের প্রথম ম্যাচেই “ম্যান অব দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা।