Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবারের গণেশ চতুর্থী কেমন কাটালেন রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন ছবি

Updated :  Sunday, August 23, 2020 7:08 PM

প্রতিবছর মহা ধূমধাম করেই গণেশ চতুর্থী পালন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত থাকেন অনেকে। ছেলেকে নিয়ে যজ্ঞ করতেও দেখা গেছে রচনাকে। কিন্তু এই বছর চিত্রটা একদম আলাদা। করোনা আবহয়ে সব উৎসবই এলোমেলো হয়ে গেল। কিন্তু নিয়ম মাফিক সবাই গণেশ পূজা করেছেন।

এইবছর অভিনেত্রী একক হস্তে ছেলেকে সঙ্গে নিয়ে পূজা সারেন, যজ্ঞে আহুতি দেন। খুব ধূমধাম করে না হলেও নিরিবিলিতে খুব নিষ্ঠা ভরেই পুজো দিলেন দিদি নং ওয়ানের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায়।

চলুন দেখে নিই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের গণেশ বন্দনার কিছু ছবি।